আগস্ট ১৬, ২০২৩ ২০:১৪ Asia/Dhaka
  • ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা গৌরব গগৈ এমপি
    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা গৌরব গগৈ এমপি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা গৌরব গগৈ এমপি গোলযোগপূর্ণ অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুট হয়ে যাওয়া অস্ত্রশস্ত্র ও গুলিবারুদ উদ্ধারের উপর জোর দিয়েছেন।

তিনি আজ (বুধবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত মন্তব্য করেছেন। গতকাল (মঙ্গলবার) ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘বিগত কিছুদিন ধরে সে রাজ্যে শান্তি ফিরেছে। দেশ মণিপুরের সঙ্গে আছে।’

কিন্তু আজ সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ বলেন, ‘মণিপুরে ৬ হাজার আধুনিক অস্ত্র এবং লুণ্ঠিত ছয় লাখ রাউন্ড কার্তুজ উদ্ধার না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। তিনি বলেন, এই অস্ত্র এবং গোলাগুলি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুট করা হয়েছিল এবং তা রাজ্যের সাধারণ নাগরিকদের উপর ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, মণিপুরে ‘মেইতেই’ সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’ মর্যাদা দেওয়ার তৎপরতা শুরু হলে ‘কুকি’ এবং অন্যান্য উপজাতি সম্প্রদায় এর বিরোধিতায় মাঠে নামলে গত ৩ মে থেকে সহিংসতা চলছে। কংগ্রেস নেতা গৌরব গগৈ এমপি আজ বলেন, যতক্ষণ না দুই পক্ষের মধ্যে সমঝোতার কথা না হয়, ততক্ষণ কীভাবে শান্তি ও স্বাভাবিকতা আসবে? তার দাবি- ‘মেইতেই’ এবং ‘কুকি’ উভয় সম্প্রদায়ের লোকেরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের আচরণে অসন্তুষ্ট।

গৌরব গগৈ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ সমর্থন করেছিলেন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক!’  তিনি বলেন, শান্তি কমিটিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে (স্বাধীনতা দিবসে দেওয়া বক্তব্যে) লোকদের বিভ্রান্ত করেছেন। কারণ, ত্রাণ শিবিরে বসবাসকারী ৬০ হাজার লোকের পুনর্বাসন এবং ৬ হাজার অস্ত্র উদ্ধার ছাড়া সেখানে শান্তি আসতে পারে না’ বলেও মন্তব্য করেছেন লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ।  

উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালল্কেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘মণিপুরসহ বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। মণিপুরের নারীদের উপর অনেক নির্যাতন হয়েছে। কিন্তু বিগত কিছুদিন ধরে সে রাজ্যে শান্তি ফিরেছে। দেশ মণিপুরের সঙ্গে আছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে সেই শান্তি বজায় রাখার চেষ্টা করবে।’ প্রধানমন্ত্রী এ ধরণের মন্তব্য করলেও আজ কংগ্রেস নেতা গৌরব গগৈ রাজ্যটিতে শান্তি ফেরার দাবি অস্বীকার করেছেন।#          

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ