মোদীর ক্ষমতার মেয়াদ আর মাত্র ৬ মাস : মমতা
https://parstoday.ir/bn/news/india-i127124-মোদীর_ক্ষমতার_মেয়াদ_আর_মাত্র_৬_মাস_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতার মেয়াদ আর মাত্র ৬ মাস বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তাকে পরাজিত করতে প্রয়োজনীয় সব কিছু করবেন বলে জানিয়েছেন।   
(last modified 2025-10-29T07:49:47+00:00 )
আগস্ট ২১, ২০২৩ ১৯:১৩ Asia/Dhaka
  • মোদীর ক্ষমতার মেয়াদ আর মাত্র ৬ মাস : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতার মেয়াদ আর মাত্র ৬ মাস বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তাকে পরাজিত করতে প্রয়োজনীয় সব কিছু করবেন বলে জানিয়েছেন।   

তিনি আজ (সোমবার) বিকেলে কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিনদের সভায় বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘মোদিজী আর ৬ মাস থাকবে ভারতবর্ষে। তারপর মোদীজি থাকবে না। মোদীজিকে হারানোর জন্য যা যা করার আমরা করব। ওদের টার্গেট আমি। ওরা চায় বাংলায় ভোট ভাগাভাগি করে ওদের যে আসন কমে যাচ্ছে, সেই আসন নিয়ে নেওয়া।’  

মুখ্যমন্ত্রী আজ রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, সংখ্যালঘু শিক্ষার্থীরা কত স্কলারশিপ পেয়েছে, উচ্চশিক্ষার জন্য ঋণ ইত্যাদি পেয়েছে সেসব খতিয়ান তুলে ধরেন। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্যকে কীভাবে বঞ্চনা করছে সেসব কথাও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মন আছে, কিন্তু জানেন তো দিল্লি আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। একশো দিনের কাজ প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে, সংখ্যালঘুদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। ওরা বাংলাকে ভাতে মারতে চায়। আর ৬টা মাস আমাদের কষ্ট করতে হবে। আমাকে আশীর্বাদ দিন, ভরসা রাখুন আমি  ম্যানেজ করে দেবো।’  

মমতা এ সময়ে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের জন্য যে ভাতা দেওয়া হয় তা ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেন। একইসঙ্গে পুরোহিতদের জন্যও ৫০০ টাকা বৃদ্ধির কথা জানান। তিনি বলেন, আমার এখন একটাই খিদে: বিজেপি হটাও ‘ইন্ডিয়া’ বাঁচাও। বাংলায় কোনও দাঙ্গা হতে দেবেন না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।  #

পার্সটুডে/এমএএইচ/২১    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।