বিবিসি আস্থার সংকটে; ‘প্যানোরামা’ ডকুমেন্টারিতে ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগ
https://parstoday.ir/bn/news/world-i153702-বিবিসি_আস্থার_সংকটে_প্যানোরামা’_ডকুমেন্টারিতে_ট্রাম্পের_বক্তব্য_বিকৃতির_অভিযোগ
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগে ব্রিটেনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিবিসি আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৪, ২০২৫ ১৯:৩৪ Asia/Dhaka
  • বিবিসি আস্থার সংকটে; ‘প্যানোরামা’ ডকুমেন্টারিতে ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগ
    বিবিসি আস্থার সংকটে; ‘প্যানোরামা’ ডকুমেন্টারিতে ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগ

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগে ব্রিটেনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিবিসি আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছে।

লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, বিবিসির “প্যানোরামা” ডকুমেন্টারির কিছু অংশ এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যাতে ট্রাম্পকে ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হামলার প্রত্যক্ষ উসকানিদাতা হিসেবে উপস্থাপন করা হয়। বিবিসির একটি অভ্যন্তরীণ নোট ফাঁস হওয়ার মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়, যা ব্রিটিশ রাজনীতিক ও গণমাধ্যম বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

কনজারভেটিভ দলের সংসদ সদস্য নাইজেল হাডসন তাৎক্ষণিক তদন্তের দাবি জানিয়ে বলেন, “এ ধরনের পদক্ষেপ বিবিসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।”
বিবিসির কিছু সাবেক কর্মীও ঘটনাটিকে গুরুতর পেশাগত ত্রুটি হিসেবে বর্ণনা করেছেন। বিবিসি কর্তৃপক্ষ শুধু জানিয়েছে যে, বিষয়টি বর্তমানে পর্যালোচনায় রয়েছে।

এই নতুন বিতর্ক এমন এক সময়ে সৃষ্টি হয়েছে, যখন মাত্র এক মাস আগে বিবিসি “গাজা: কিভাবে যুদ্ধক্ষেত্রে টিকে থাকা যায়” শিরোনামের ডকুমেন্টারি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়। যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম ঐ সিদ্ধান্তকে “যথার্থতা ও নিরপেক্ষতার নীতিমালা লঙ্ঘন” বলে উল্লেখ করে।

ইউগভ (YouGov) সংস্থার এক জরিপ অনুযায়ী, ব্রিটিশ জনগণের বিবিসির প্রতি আস্থা ৪৪ শতাংশে নেমে এসেছে, যা আগে ছিল ৬০ শতাংশেরও বেশি। রয়টার্স ইনস্টিটিউট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্যে গণমাধ্যমের প্রতি সামগ্রিক আস্থা প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বিবিসির মহাপরিচালক টিম ডেভি সম্প্রতি সতর্ক করে বলেছেন, “তথ্যগত আস্থার সংকটের মুখে প্রতিষ্ঠানটিকে তাদের দর্শকদের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে। #

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।