বক্তব্য বিকৃত করেছে বিবিসি; হাজার কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
-
বিবিসি
পার্সটুডে- মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের ভিডিও সম্পাদনা ও বিকৃত করার অভিযোগে বিবিসির বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মামলা করেছেন।
ওয়াশিংট পোস্টের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এবং এক হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের অভিযোগ—২০২৪ সালে প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে বিবিসি ২০২১ সালের ৬ জানুয়ারি দেওয়া তার বক্তব্যের কিছু অংশ ভুলভাবে ও এডিট করে প্রচার করেছে এবং এমন কিছু বক্তব্যকে ট্রাম্পের বক্তব্য বলে প্রচার করেছে যা তিনি কখনো বলেননি।
ওয়াশিংটন পোস্ট জানায়, বিবিসি এর আগে ওই প্রামাণ্যচিত্রের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল। তবে একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্টের দাবির আইনগত ভিত্তি নেই এবং তারা নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।
এদিকে, বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আচরণ বিবিসির জন্য নতুন নয় এবং গত কয়েক দশক ধরেই তারা এমন পদ্ধতি অনুসরণ করে আসছে; যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটি তুলনামূলকভাবে কম ও সীমিতভাবে ঘটেছে। এই গণমাধ্যমটি বহু বছর ধরে উদ্দেশ্যমূলক ও পক্ষপাতদুষ্ট বর্ণনার বর্ণনা ও ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন দেশের বিরুদ্ধে রাজনৈতিক লক্ষ্য সাধনের চেষ্টা করে আসছে।
যুক্তরাষ্ট্রের এই তীব্র প্রতিক্রিয়া এমন এক সময়ে এসেছে, যখন বহু দেশ এতদিন বিবিসির উসকানিমূলক কর্মকাণ্ড উপেক্ষা করে গেছে। তবে মনে করা হচ্ছে, বিবিসির মানহানি ও ভুয়া সংবাদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলো সমন্বিত আইনি পদক্ষেপ নিলে প্রতিষ্ঠানটির অন্যায় তৎপরতার লাগাম টেনে ধরা সম্ভব হতো। বিবিসি'র অনেক পদক্ষেপই বিভিন্ন দেশে অস্থিরতার উৎস হিসেবে কাজ করেছে।#
পার্সটুডে/এসএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন