একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বেশিদিন চলতে পারে না: অভিষেক; কটাক্ষ করলেন নওশাদ সিদ্দিকি
https://parstoday.ir/bn/news/india-i128822
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বেশিদিন চলতে পারে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০১, ২০২৩ ১৯:০০ Asia/Dhaka
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
    অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বেশিদিন চলতে পারে না।

তিনি আজ (রোববার) দিল্লি যাওয়ার আগে ওই মন্তব্য করেন। বিভিন্ন খাতে বাংলার বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লিতে ধর্না-অবস্থান আন্দোলন করবে তৃণমূল। আগামী ২/৩ অক্টোবর দিল্লিতে ওই কর্মসূচি চলবে। তৃণমূলের অভিযোগ- কেন্দ্রীয় সরকার ধারবাহিকভাবে বাংলার প্রতি বঞ্চনা করে যাচ্ছে এবং বেআইনিভাবে বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে।

এ প্রসঙ্গে আজ ফুরফুরা শরীফের পীরজাদা ও ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ  সিদ্দিকি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘তৃণমূল দল দুর্নীতিতে  নিমজ্জিত হয়েছে, তা থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দিল্লিতে নাটক করতে যাচ্ছে। যদি কেন্দ্রীয় সরকার রাজ্যের কোনো বকেয়া টাকা অনৈতিকভাবে আটিকে রাখে তাহলে সুপ্রিম কোর্টে যাক না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে ঘন ঘন আদালতে আবেদন জানাচ্ছে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে। তাহলে জনগণের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারছে না কেন যে কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দিচ্ছে না?’   

অন্যদিকে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘বাংলার প্রতি  কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ মানুষ বার বার চাক্ষুষ করেছে। কিন্তু কেন্দ্রের বর্তমান সরকার বিগত সাড়ে ৯ বছর ধরে যারা ক্ষমতায় আছে তারা সমস্ত লিমিট অতিক্রম করে ফেলছে। মানুষের রাস্তার টাকা বন্ধ, জলের টাকা, কলের টাকা বন্ধ, স্বাস্থ্য ব্যবস্থার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, একশো দিনের কাজের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। ২০ হাজার কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর বাসভবন হবে, আর দেড় লাখ টাকা করে মানুষের টাকা বন্ধ থাকবে? এটা কী বাড়ির টাকা? এ কোথাকার দ্বিচারিতা? কোথাকার একনায়কতন্ত্র? কোথাকার স্বৈরাচারীতা? এটা বেশি দিন চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘যারা ক্ষমতায় আজ রয়েছে তারা ভাবছে আমরা ক্ষমতায় অনন্তকাল ধরে থাকব। তাদের কিন্তু  ক্ষমতায় এনেছে মানুষ। মানুষকে যদি এরা পণ্য ভাবে, যে ভোট নিয়ে মানুষকে প্রত্যাখ্যান করে মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে মানুষকে বিভ্রান্ত করব, মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, বঞ্চিত, শোষিত করে রাখব, অপমানিত, অবহেলিত করে রাখব, তাহলে মানুষ কিন্তু জবাব দেবে। গণতন্ত্রে শেষ কথা মানুষ বলে। এবং এই লড়াই আমাদের জারি থাকবে’ বলেও মন্তব্য করেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।  #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।