ইসরাইল থেকে ২১২ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল কেন্দ্রীয় সরকার
ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ইসরাইলে বসবাসরত ভারতীয়দের স্বদেশে নিরাপদে ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন অজয়’ অভিযান চালু করেছে।
এই অভিযানের আওতায় আজ (শুক্রবার) সকালে ২১২ জন নিরাপদে দেশে ফিরেছেন। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদে ভারতে পৌঁছনো লোকজনকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ৯টা নাগাদ সে দেশের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে প্রথম বিমানটি রওয়ানা হয়। কেন্দ্রীয় সরকারের পাঠানো বিশেষ বিমানটি নয়াদিল্লি পৌঁছয় আজ (শুক্রবার) সকালে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’।
কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, ইসরাইলের জনগণের জন্য দুঃখজনক সময়। যে কোনো ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাশক্তির ফসল। প্রধানমন্ত্রী মোদী, এস জয়শঙ্কর এবং ফ্লাইটের প্রত্যেক ক্রু সদস্যকে ধন্যবাদ। ভারত সরকার আপনাকে আপনার পরিবারের সাথে পুনরায় মিলিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, প্রায় ১৮ হাজার ভারতীয় বর্তমানে ইসরাইলে বাস করছেন। এরমধ্যে কমপক্ষে ১২ জন পশ্চিম তীরে এবং তিন/চার জন গাজায় রয়েছেন। হামাসের হামলায় কেরালার একজন ভারতীয় নার্স আহত হওয়ার খবর প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা বিষয়টি সম্পর্কে অবগত। তিনি হাসপাতালে আছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।
জানা গেছে, জেরুসালেম, তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারেরও বেশি। তাদের কেউ তথ্যপ্রযুক্তি কর্মী, কেউ পরিসেবা ক্ষেত্রের এবং কেউ কেউ শিক্ষার্থী। তাদের উদ্ধার করে দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশে ফিরতে ইচ্ছুকদের ফিরিয়ে আনবে সরকার। ভারতীয় দূতাবাস ইসরাইলে আটকে পড়া ভারতীয়দের ফেরত আনার জন্য পরিসংখ্যান তৈরি করছে। অপারেশন অজয়ের অধীনে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে যাত্রীদের নির্বাচন করা হচ্ছে।
অপারেশন অজয়ের অধীনে ইসরাইল থেকে ভারতে আসা স্বাতি প্যাটেল নামে এক মহিলা বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে। ওখানে যখন সাইরেন বেজে উঠত তখন খুব ভয় লাগতো। সাইরেন বাজলে আশ্রয় কেন্দ্রে যেতে হতো। আমরা এখানে নিরাপদ বোধ করছি। যখনই সাইরেন বেজে উঠতো, আমাদের দেড় মিনিটের মধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে হতো।’
ইসরাইল থেকে দিল্লিতে ফেরা এক মহিলা বলেন, প্রথম রাতে আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন সাইরেন বেজে উঠেছিল। আমরা গত ২ বছর ধরে সেখানে আছি, কিন্তু এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। আমরা আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম এবং সেখানে ২ ঘণ্টা ছিলাম। এখন আমরা অনেক ভালো বোধ করছি। নিরাপদে দেশে ফিরতে পারায় তিনি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএ/১৩