কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়ার সিদ্ধান্ত সিদ্দারামাইয়ার
https://parstoday.ir/bn/news/india-i129764-কর্ণাটকে_মুসলিম_ছাত্রীদের_হিজাব_পরে_পরীক্ষায়_বসতে_দেওয়ার_সিদ্ধান্ত_সিদ্দারামাইয়ার
ভারতে কংগ্রেসশাসিত কর্ণাটকে সব ধরণের পরীক্ষায় এবার মুসলিম ছাত্রীদের হিজাব পরে বসতে দেওয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৩, ২০২৩ ১৯:০২ Asia/Dhaka
  • কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়ার সিদ্ধান্ত সিদ্দারামাইয়ার

ভারতে কংগ্রেসশাসিত কর্ণাটকে সব ধরণের পরীক্ষায় এবার মুসলিম ছাত্রীদের হিজাব পরে বসতে দেওয়া হবে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাপতিত্বে সম্প্রতি এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী এমসি সুধাকর ঘোষণা করেছেন, রাজ্যের মুসলিম ছাত্রীদের সমস্ত পরীক্ষায় হিজাব পরে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী সুধাকর বলেন, রাজ্যে কংগ্রেস দল সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাপতিত্বে বৈঠকে কর্ণাটকের মুসলিম ছাত্রীদের হিজাব পরে সমস্ত পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, কর্ণাটকে শুধু স্কুল-কলেজের পরীক্ষায় নয়, সব প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও ছাত্রীদের হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই মহিলাদের হিজাব পরে ‘নিট’ পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে, তাই কংগ্রেস সরকারের সিদ্ধান্ত কোনওভাবেই ভুল নয়।

শিক্ষামন্ত্রী এমসি সুধাকর আরও বলেন, আমরা কোনো ধরনের অসদাচরণ চাই না। যারা হিজাব পরেন, তাদের এক ঘন্টা আগে পৌঁছানো উচিত যাতে আমরা তাদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে পারি। তিনি বলেন, অন্য কারো অধিকার লঙ্ঘন করা যাবে না। এটা ধর্মনিরপেক্ষ দেশ।

এদিকে, রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে উদুপি জেলার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে হিজাব পরা ছয় ছাত্রীকে স্কুলে আসতে বাধা দেওয়া হয়। এর পর, কর্ণাটকে হিজাব নিয়ে একটি তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং কর্ণাটক সরকার স্কুলে মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করেছিল। বিজেপিশাসিত তৎকালীন কর্ণাটক সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সে সময়ে রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এরপর বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালা বদল হওয়ায় বর্তমান কংগ্রেস সরকার মুসলিম ছাত্রীদের হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি দিলো। #      

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৩    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।