বিজেপি এখানে হিন্দুত্ব প্রচার করতে হিন্দু রাষ্ট্র করতে চাচ্ছে: শান্তনু সেন
(last modified Wed, 25 Oct 2023 13:16:32 GMT )
অক্টোবর ২৫, ২০২৩ ১৯:১৬ Asia/Dhaka
  • শান্তনু সেন
    শান্তনু সেন

ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি বলেছেন, তারা নিজদের মতো করে হিন্দুত্বকে প্রচার করার জন্য হিন্দু রাষ্ট্র করতে চাচ্ছে।

তিনি আজ (বুধবার) বলেন, ‘তারা চাচ্ছে, এখানে একটাই দেশ থাকবে, একটাই ধর্ম থাকবে, একটাই দল থাকবে, একটাই নেতা থাকবে। এভাবে ভারতবর্ষের সংস্কৃতিকে, ভারতবর্ষের সংবিধানকে তারা বদলানোর চেষ্টা করছে।’ বিজেপি বিরোধী 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ‘I.N.D.I.A’ জোটের সম্ভাবনার কথা উল্লেখ করে শান্তনু সেন আরও বলেন, সংবিধান রক্ষার লড়াইয়ে ‘ইন্ডিয়া লড়ছে। আগামীদিনে ‘ইন্ডিয়া’ জোট জিতবে।’   

প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রলায়ের নিয়ন্ত্রণাধীন এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ) অনুমোদিত সমস্ত পাঠ্যবইয়ে ‘ইন্ডিয়া’ নামের পরিবর্তে ‘ভারত’ লেখার  নির্দেশিকা জারি হতে চলায় তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আজ (বুধবার) ওই মন্তব্য করেন।

জানা গেছে,  এনসিইআরটি অনুমোদিত সমস্ত স্কুল পাঠ্যবইয়ে ‘ইন্ডিয়া’ নামটি ছেঁটে ফেলে ‘ভারত’ লেখার নির্দেশ দেওয়ার জন্য সংস্থার সংশ্লিষ্ট বিষয়ক কমিটি সুপারিশ করেছিল। সেই প্রস্তাব গৃহীত হয়েছে। ফলে, আগামী দিনে জাতীয় শিক্ষানীতির অধীনে যে পাঠ্যবইগুলো শিক্ষার্থীদের পড়ানো হবে তাতে ‘ইন্ডিয়া’ শব্দটি থাকবে না। থাকবে শুধু ‘ভারত’। সেই সঙ্গে শিক্ষার্থীরা পড়বে সনাতনী ইতিহাস।

ওই ইস্যুতে আজ তৃণমূল মুখপাত্র শান্তনু সেন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘জাতীয় শিক্ষানীতি ২০২০-এর মধ্য দিয়ে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থায় জলাঞ্জলি দিয়ে দিয়েছে মোদী সরকার। তারা ভারতবর্ষের ইতিহাসকে বদলে দিচ্ছে। তারা ৩০০ বছরের মুঘল সাম্রাজ্যকে ভুলিয়ে দেবে, তারা মাওলানা আবুল কালামের ইতিহাস পড়তে দেবে না, মুহাম্মদ ইকবাল যিনি ‘সাড়ে জাঁহা সে আচ্ছা’ লিখেছিলেন সেটা তারা পড়তে দেবে না। এমনকি মোদী নিজের ইচ্ছার মূল্য দিতে নয়া সংসদ ভবন তৈরি করেছেন সেখানে ভারতবর্ষের অনেক ইতিহাসের ছবি থাকলেও মুঘল সাম্রাজ্যের ইতিহাস নেই’ বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি।#

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।