এথিক্স কমিটির সামনে উপস্থিত হবো এবং ওদের দুরমুশ করব : মহুয়া মৈত্র
https://parstoday.ir/bn/news/india-i130178-এথিক্স_কমিটির_সামনে_উপস্থিত_হবো_এবং_ওদের_দুরমুশ_করব_মহুয়া_মৈত্র
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি’র বিরুদ্ধে সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগ ওঠায় এথিক্স কমিটির তলব পেয়ে মহুয়া মৈত্র কমিটির সামনে উপস্থিত হবেন এবং একইসঙ্গে তাদের দুরমুশ করবেন হুঁশিয়ারি দিয়েছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
নভেম্বর ০১, ২০২৩ ২১:১৯ Asia/Dhaka
  • নিম্নকক্ষ লোকসভার এমপি মহুয়া মৈত্র
    নিম্নকক্ষ লোকসভার এমপি মহুয়া মৈত্র

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি’র বিরুদ্ধে সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগ ওঠায় এথিক্স কমিটির তলব পেয়ে মহুয়া মৈত্র কমিটির সামনে উপস্থিত হবেন এবং একইসঙ্গে তাদের দুরমুশ করবেন হুঁশিয়ারি দিয়েছেন।

সংসদের নিম্নকক্ষ লোকসভার এমপি মহুয়া মৈত্রকে প্রথমে ৩১ অক্টোবর তলব করেছিল এথিক্স কমিটি। কিন্তু মহুয়া জানিয়েছিলেন তিনি ৪ নভেম্বর পর্যন্ত তার পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি ৫ নভেম্বরের পরে যেকোনো সময়ে কমিটির সামনে হাজিরা দিতে পারবেন। কিন্তু ফের এথিক্স কমিটির চেয়ারম্যান ও বিজেপি এমপি বিনোদ সোনকর আগামী ২ নভেম্বর মহুয়াকে ডেকে পাঠিয়েছেন। 

এপ্রসঙ্গে আজ (বুধবার) মহুয়া মৈত্র বলেন, ‘আমাকে ২ তারিখে (২ নভেম্বর) ডেকেছে। আমি শুধু যাবো, যাবো তো যাবোই। যাওয়ার পর তাদের দুরমুশ করব এবং প্রত্যেকটা অভিযোগ ধরে ধরে ছিন্ন বিচ্ছিন্ন করব।’ বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, ওরা বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে। সংসদের শীতকালীন অধিবেশনে তাকে সাসপেন্ড করার চেষ্টা হচ্ছে। কিন্তু এভাবে আমাকে মোদী এবং আদানির বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেছেন তৃণমূল এমপি মহুয়া মৈত্র।   

প্রসঙ্গত, মহুয়ার সাবেক বান্ধব জয়ের একটি চিঠির ভিত্তিতে বিজেপি এমপি নিশিকান্ত দুবে অভিযোগ করেন, শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে সংসদে প্রশ্ন করার জন্য শিল্পপতি হীরানন্দানির কাছ থেকে নগদ টাকা এবং দামি উপহার নিয়েছেন মহুয়া। এ নিয়ে তদন্তের দাবি তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন নিশিকান্ত। তার আরও অভিযোগ- সংসদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য নিজের কোড এবং পাসওয়ার্ড হীরানন্দানিকে দিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র। ওই ব্যবসায়ী দুবাইয়ে বসে তার সুযোগ নিয়েছেন।

ওই ইস্যুতে গত ২৬ অক্টোবর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং মহুয়ার প্রাক্তন বান্ধব জয় দোহাদ্রাইকে জিজ্ঞাসাবাদ করেছে এথিক্স কমিটি। এবার অভিযুক্ত এমপি মহুয়া মৈত্রর উপস্থিত হওয়ার পালা। কিন্তু এরইমধ্যে তৃণমূল এমপি মহুয়া মৈত্র সমস্ত অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় সরকারে শাসক দল বিজেপির তীব্র সমালোচনায় সোচ্চার হয়েছেন।#

এমএএইচ/১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।