ফিলিস্তিনের সমর্থনে উত্তাল কোলকাতা, ইসরাইলি পণ্য বর্জনের ডাক
https://parstoday.ir/bn/news/india-i130218-ফিলিস্তিনের_সমর্থনে_উত্তাল_কোলকাতা_ইসরাইলি_পণ্য_বর্জনের_ডাক
পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফিলিস্তিনের সমর্থনে এক বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৮:৩৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনের সমর্থনে উত্তাল কোলকাতা, ইসরাইলি পণ্য বর্জনের ডাক

পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফিলিস্তিনের সমর্থনে এক বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

আজ (বৃহস্পতিবার) ওই সমাবেশ থেকে ফিলিস্তিনের গাজায় নিরপরাধ মানুষজনকে যেভাবে ইহুদিবাদী ইসরাইল বর্বর হামলা চালিয়ে গণহত্যা চালাচ্ছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। এ সময়ে বক্তারা ইসরাইলের অর্থনীতি দুর্বল করতে ইসরাইলি পণ্য বয়কট করার কথা বলেন।  

সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামানের আহবানে আজকের ওই সমাবেশে বিভিন্ন দলমত, মসলকের নেতৃবৃন্দ ও তাদের অনুসারীরা উপস্থিত হয়ে ফিলিস্তিনের চলমান সঙ্কটে তাদের  পাশে দাঁড়াতে সকলে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।

কোলকাতায় মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশ 

সমাবেশে দেওয়া বক্তব্যে বাসুবাটি দরবার শরীফের পীরজাদা তার বক্তব্যে বলেন,  ‘আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাই মিলে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিতে চাই  যে, গাজায় মজুলমদের ওপরে যেভাবে ইসরাইল হামলা চালাচ্ছে সেই হামলাকে আপনার রহমত দিয়ে প্রতিহত করে দিন। আমাদের এজন্য প্রতিবাদের শক্তি দিন, আমাদের প্রতিবাদ যেন ইসরাইল এবং আমেরিকার কাছে পৌঁছে যায়। আমেরিকা যেন থরথর করে কাঁপে। ইসরাইলের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারা যেন জয়ী হয়। এ ধরণের আশা নিয়ে আমরা সমাবেশ শুরু করেছি। যতদিন না ফিলিস্তিনের বিজয় আসবে ইসরাইলের বিরুদ্ধে আমরা এ ধরণের সমাবেশ আন্দোলন করতে থাকব।’   

আজ সমাবেশে উপস্থিত হওয়ার আগে প্রতিবাদী জনতার মিছিলে ইসরাইলের বিরুদ্ধে শ্লোগান ওঠে। মিছিল থেকে ‘ইসরাইল তুমি হুঁশিয়ার’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘অবিলম্বে ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে হবে’ ইত্যাদি শ্লোগানের পাশাপাশি ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেওয়া হয়।  এ সময়ে প্রতিবাদী জনতা কার্যত উত্তাল হয়ে ওঠে। 

সমাবেশে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামানের পাশাপাশি অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সহ বিশিষ্ট আলেম ও বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।   

সমাবেশে ফিলিস্তিনের মজলুম মানুষদের জন্য দোয়া করেন জমিয়তে উলামায়ে বাংলার রাজ্য সভাপতি ফুরফুরা শরীফের পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী। বক্তব্য রাখেন সভার মুখ্য আয়োজক সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, জমিয়তে উলামায়ে বাংলার সাধারন সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, পীরজাদা আতেফ আলি শাহ কাদেরী, পীরজাদা তাহফীমুল ইসলাম, সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান ইন্তাজ আলি শাহ, শিয়া মুসলিম সম্প্রদায়ের নেতা মেহের আব্বাস রিজভী, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের রাজ্য সম্পাদক মুফতি আবদুল মাতিন, হায়দরাবাদের নাজিমুদ্দিন ফারুকী, আনোয়ার হোসেন কাসেমীসহ বিশিষ্টজনেরা। সভা পরিচালনা করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহসম্পাদক নাজমুল আরেফিন।    #

এমএএইচ/০২     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।