মমতা সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i131442-মমতা_সরকারকে_উপড়ে_ফেলার_ডাক_দিলেন_অমিত_শাহ
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ধর্মতলায় বিজেপির এক সমাবেশ থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৯, ২০২৩ ১৮:১২ Asia/Dhaka
  • মমতা সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ধর্মতলায় বিজেপির এক সমাবেশ থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ (বুধবার) তিনি ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে বিপুলভাবে জেতানোর আহ্বান জানান। এর পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলেও দাবি করেন তিনি। এ সময়ে তিনি বাংলাকে ‘সোনার বাংলা’ করার কাজ একমাত্র বিজেপিই করতে পারে, আর কেউ নয় বলে মন্তব্য করেন। ‘সিএএ’ আনতে, দুর্নীতি বন্ধ করতে, সীমান্ত সুরক্ষিত রাখতে, বাংলার গরিব মানুষের উন্নয়ন করতে, বাংলার অস্মিতা ফিরিয়ে আনতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উপড়ে ফেলে দিন বলেও মন্তব্য করেন অমিত শাহ। 

বিধানসভা চত্বরে তৃণমূলের প্রতিবাদ সভা

অন্যদিকে, আজ বিধানসভা চত্বরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে কালো কাপড় পরে প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল বিধায়করা। এ সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই কর্মসূচিতে শামিল হন। প্রতিবাদ সভায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম শ্লোগান দিয়ে বলেন, ‘২০২৪ সালে (নির্বাচনে) বিজেপি ভোকাট্টা! ভোকাট্টা! ’২৪ সালে বিজেপি ক্ষমতায় আসছে না-আসবে না, একশ দিনের কাজের টাকা দিচ্ছো না কেনো নরেন্দ্র মোদী জবাব দাও, একশ দিনের টাকার জন্য দিল্লি চলো-দিল্লি চলো’ ইত্যাদি শ্লোগান দিলে উপস্থিত বিধায়করা তাতে গলা মেলান।   

এদিকে, আজ রাজ্যে কয়লা থেকে শুরু করে শিক্ষায় নিয়োগসহ সকল প্রকার দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের সমালোচনা করেন অমিত শাহ। তার অভিযোগ- কেন্দ্রীয় সরকার বাংলার মানুষদের জন্য টাকা পাঠালেও তৃণমূলের সিন্ডিকেটের নেতারা তা আত্মসাৎ করে নিচ্ছেন। বাংলায় সব থেকে বেশি ‘অনুপ্রবেশ’ হয় বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একসময়ে ‘অনুপ্রবেশ’ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে সোচ্চার হলেও এখন সেই বিষয়ে চুপ থাকেন বলে কটাক্ষ করেছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিতর্কিত বহুলালোচিত সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’/ক্যা কার্যকর হবে বলেও সাফ জানিয়ে দেন। ২০২৬ সালে ক্ষমতা থেকে তৃণমূলকে সরাতে হলে তার ভিত ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই গড়তে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা থেকে বিপুল ভোটে নরেন্দ্র মোদীর ফের একবার প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে অমিত শাহ বলেন, ' দিদি কান খুলে শুনে নিন, আপনি শুভেন্দুজীকে বিধানসভার বাইরে বের করে দিতে পারেন কিন্তু বাংলার মানুষকে বোঝাতে পারবেন না। বাংলার মানুষ বলছে, দিদি আপনার সময় শেষ হয়ে গেছে।’ প্রসঙ্গত, বিজেপির সিনিয়র নেতা অমিত শাহের সভার আগের দিনই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৯