ডিসেম্বর ০৪, ২০২৩ ১৮:৪৪ Asia/Dhaka
  • মিজোরামে পরাজিত এমএনএফ, ক্ষমতায় জেডপিএম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ

মিজোরাম বিধানসভা নির্বাচনে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা ‘এমএনএফ’কে পরাজিত করে জোরাম পিপলস মুভমেন্ট বা ‘জেডপিএম’ দল বিপুলভাবে জয়ী হয়েছে। এতদিন ‘এমএনএফ’ দল সেখানে ক্ষমতায় ছিল।

মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর, মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা রাজ্যপাল হরি বাবু কম্ভমপতির কাছে তার পদত্যাগপত্র তুলে দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ- মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা আইজল পূর্ব-১ আসনে  জেডপিএম-এর লালথানসাঙ্গার কাছে ২,১০১ ভোটে হেরেছেন।

৪০ সদস্য সমন্বিত মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ৭ নভেম্বর। আজ (সোমবার) সন্ধ্যা ৫টায় নির্বাচনী ফলে প্রকাশ- ‘জেডপিএম’ দল একাই ২৭ আসনে জয়ী হয়েছে। বিদায়ী ক্ষমতাসীন দল ‘এমএনএফ’ মাত্র ১০ টি আসনে জয়ী হয়েছে। হিন্দুত্ববাদী বিজেপি এখানে মাত্র ২ টি আসনে এবং কংগ্রেস দল পেয়েছে মাত্র ১টি আসন।

এদিকে, সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ‘I.N.D.I.A’ জোটের ভূমিকাকে আজ কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এমপি। তিনি বলেছেন, ‘এই যে ৫টা রাজ্যে নির্বাচন হল, সেখানে ‘I.N.D.I.A’ জোট কোথায় আছে? কংগ্রেস এক জায়গায় টিমটিম করে জ্বলছে, বাকি সব জায়গায় সাফ হয়ে গেছে।’      

প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সরকার পাল্টে দিয়েছিলেন মিজোরা। ক্ষমতায় এসেছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)। সে সময়ে এমএনএফ ৪০টি আসনের মধ্যে জিতেছিল ২৭টিতে। মিজোরামের মোট ৪০ টি বিধানসভা আসনের মধ্যে, ১ টি আসন সাধারণ বিভাগের জন্য সংরক্ষিত এবং ৩৯ টি আসন তফসিলি উপজাতি’র জন্য সংরক্ষিত। রাজ্যে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠ সংখ্যা ২১।

মিজোরামে, এবার ‘এমএনএফ’, ‘জেডপিএম’ এবং কংগ্রেস ৪০ আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। অন্যদিকে, বিজেপি ১৩ টি আসনে প্রার্থী দিয়েছিল। সেখানে এই প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ) চারটি আসনে লড়াই করেছিল। এ ছাড়া ১৭ জন স্বতন্ত্র প্রার্থীও মাঠে নেমেছিলেন।#           

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৫    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

   

ট্যাগ