ডিসেম্বর ১২, ২০২৩ ১৯:৫৭ Asia/Dhaka
  • বিজেপিশাসিত অসমে একটি উচ্ছেদ অভিযান ( ফাইল ফটো)
    বিজেপিশাসিত অসমে একটি উচ্ছেদ অভিযান ( ফাইল ফটো)

বিজেপিশাসিত অসমে একটি উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর এমনকি একটি মসজিদও।

গতকাল (সোমবার) গোয়ালপাড়ার লক্ষ্মীপুরের নলবাড়ি সংরক্ষিত বনাঞ্চলের কুমারখালির জমিতে এসব উচ্ছেদ অভিযান চালানো হয়। জানা গেছে, বনাঞ্চলের ৮৮৫ হেক্টরের মধ্যে ৪০ হেক্টর জমি দখল করে অনেকেই বহুদিন ধরে সেখানে বাস করে আসছিলেন। উচ্ছেদ অভিযানের কিছুদিন আগে সবাইকে নোটিশ দেওয়া হয়েছিল। স্বেচ্ছায় বাড়িঘর ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। এদিন প্রচুর পুলিশ নিয়ে কুমারখালিতে উপস্থিত হন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর শুরু হয় উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় প্রচুর বাড়িঘর। রেহাই পায়নি মসজিদও। চোখের সামনে বাড়িঘর গুঁড়িয়ে যেতে দেখে অনেক সংখ্যালঘু মহিলা কান্নায় ভেঙে পড়েন। তাদের মধ্যে কয়েকজন কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক ঘণ্টার উচ্ছেদ অভিযান শেষ করে ৪০ হেক্টর জমি দখলমুক্ত করা হয়। 

বন বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, সংরক্ষিত বনাঞ্চলের জমি দখল মুক্ত করতে হাইকোর্টের কড়া নির্দেশ রয়েছে। সেই নির্দেশ মাথায় রেখে লক্ষ্মীপুরের নলবাড়ি সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান আগেই শুরু হয়েছিল। এদিন বাকি অংশে উচ্ছেদ চালানো হয়। হাতির বিচরণস্থল মুক্ত করতেই বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চলেছে বলেও তিনি মন্তব্য করেন। 

প্রসঙ্গত, এর আগে উচ্ছেদ অভিযানের নোটিশ পেয়ে গত রোববার সংশ্লিষ্ট এলাকার স্থানীয় মানুষজন অনেকদিনের পুরোনো মসজিদকে রেহাই দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জানিয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি। স্থানীয়দের দাবি,   বনাঞ্চলের জমির বাইরেই রয়েছে ওই মসজিদ। তারা সে সময়ে বলেন, বহু কষ্টে এই মসজিদ তারা গড়ে তুলেছেন। সবাই একটু একটু করে অর্থ সাহায্য করেছেন। তা দিয়েই বহু বছর আগে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। তাদের বাড়িঘরে বুলডোজার চললেও দয়া করে মসজিদকে রেহাই দিন-এমনই আবেদন ছিল বাসিন্দাদের।

রোববার বিকেলে ওই মসজিদে বহু মানুষ নামাজ আদায় করেন। মসজিদে উপস্থিত মুসুল্লিরা কান্নার মধ্য দিয়েই নামাজ আদায় করেন। মূলত বাংলাভাষী মুসলিমরাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা। প্রসঙ্গত, এর আগে সরকারি ও বনাঞ্চলের জমি বেদখল মুক্ত করতে রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ চালিয়েছে প্রশাসন। তাতে মাদ্রাসা, ঈদগাহ ইত্যাদি ভাঙা পড়েছে। কিন্তু মসজিদে বুলডোজার চালানোর উদাহরণ সম্ভবত খুব একটা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।  #        

 

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

 

ট্যাগ