কে, কী খাবে তাও ঠিক করে দেবে বিজেপি! : মমতা বন্দ্যোপাধ্যায়
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, মানুষের স্বাধীনতা বলে কিছু থাকছে না। কে, কী খাবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে!
তিনি আজ (রোববার) দিল্লি যাওয়ার আগে কোলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার বিষয়ে মমতা বলেন, 'আবাস থেকে স্বাস্থ্য, সব প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলছে কেন্দ্রীয় সরকার। কেন আমরা গেরুয়া রং করব? আমাদের রাজ্যের একটা নীল-সাদা রঙের ব্র্যান্ড আছে। এটা তো দলীয় ব্র্যান্ড নয়। আমরাই প্রথম রঙের ব্র্যান্ড শুরু করি। এটা কোনো অজুহাত হতে পারে! প্রত্যেকটা জায়গায় কেবল বিজেপির লোগো লাগাতে হবে? পার্টির লোগো। আর রং করতে হবে বিজেপি কালার! মানুষের স্বাধীনতা বলে কিছু থাকবে না! কে কী খাবে, কে কী পরবে সেটাও ঠিক করে দেবে। সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। সমস্ত মানুষের মাথা ডিস্টার্ব করে দেওয়া, পার্টআপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা বলেও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১০০ দিনের প্রকল্পে কাজের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, স্বাস্থ্য প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে উল্লেখ করে এসব নিয়ে দিল্লিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
পার্সটুডে/এমএএইচ/এমআরএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।