জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের অতর্কিত হামলায় হতাহত ৭ সেনা জওয়ান
https://parstoday.ir/bn/news/india-i132400-জম্মু_কাশ্মীরে_অজ্ঞাত_গেরিলাদের_অতর্কিত_হামলায়_হতাহত_৭_সেনা_জওয়ান
জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনাবাহিনীর দুটি গাড়িতে অজ্ঞাত গেরিলারা হামলা চালানোয় ৭ সেনা জওয়ান হতাহত হয়েছেন। এদের মধ্যে ৫ জওয়ান নিহত, এবং ২ জওয়ান আহত হয়েছেন। হামলাকারীরা জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৩ ১৪:৫৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের অতর্কিত হামলায় হতাহত ৭ সেনা জওয়ান

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনাবাহিনীর দুটি গাড়িতে অজ্ঞাত গেরিলারা হামলা চালানোয় ৭ সেনা জওয়ান হতাহত হয়েছেন। এদের মধ্যে ৫ জওয়ান নিহত, এবং ২ জওয়ান আহত হয়েছেন। হামলাকারীরা জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, গত ২০ ডিসেম্বর থেকে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে   গেরিলাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছিল। গতকাল (বৃহস্পতিবার) বিকেল পৌনে চারটের দিকে সেনাবাহিনীর দুটি  গাড়িতে জওয়ানরা যখন যাচ্ছিল তখন আচমকা ওই  হামলার ঘটনা ঘটে।এক মাসেরও কম সময়ের মধ্যে একই এলাকায় সেনাবাহিনীর ওপর গেরিলাদের এটি দ্বিতীয় হামলা। এর আগে গত ২২ নভেম্বর রাজৌরিতে এক সংঘর্ষে ৫ জওয়ান নিহত হয়েছিলেন।  

জম্মু-ভিত্তিক প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল বলেছেন, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরে ২০ ডিসেম্বর রাতে পুঞ্চ জেলার থানামান্ডি-সুরনকোট এলাকার ধেরা কি গলি এলাকায় একটি যৌথ তল্লাশি  অভিযান শুরু করা হয়। সেখানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়। অতিরিক্ত নিরাপত্তা  বাহিনী যখন ঘটনাস্থলের দিকে অগ্রসর হচ্ছিল,  সন্ত্রাসীরা সে সময়ে একটি সেনা ট্রাক এবং একটি জিপসি গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।  প্রতিরক্ষা মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনী এই হামলার জবাব দিয়েছে, কিন্তু হামলায় দেশের ৪ সেনা শহীদ হয়েছেন।  তল্লাশি অভিযান চলছে এবং  আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান।#