'বিজেপিকে সাহায্য করতে সক্রিয় সংঘ পরিবার, তৃণমূলই পারে বিজেপিকে রুখতে'
https://parstoday.ir/bn/news/india-i132790-'বিজেপিকে_সাহায্য_করতে_সক্রিয়_সংঘ_পরিবার_তৃণমূলই_পারে_বিজেপিকে_রুখতে'
পশ্চিমবঙ্গে, বিজেপি একা না পারায় সংঘ পরিবারকে (আরএসএস) সঙ্গে নিয়েছে বলে মন্তব্য করেছেন, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তার মতে, তৃণমূলই পারে বিজেপিকে রুখে দিতে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৩ ২০:২০ Asia/Dhaka
  • তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
    তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।

পশ্চিমবঙ্গে, বিজেপি একা না পারায় সংঘ পরিবারকে (আরএসএস) সঙ্গে নিয়েছে বলে মন্তব্য করেছেন, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তার মতে, তৃণমূলই পারে বিজেপিকে রুখে দিতে।

রাজ্যে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস প্রধান মোহন ভাগবতের সফর প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ (রোববার) ওই মন্তব্য করেন। গতকাল থেকে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রয়েছেন আরএসএস প্রধান। আজ তিনি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অন্যদের বাসায় যান সাক্ষাৎ করতে।     

গতকাল তিনি কেশব ভবনে সংঘ পরিবারের শীর্ষ পদাধিকারীদের কাছে বিভিন্ন  কর্মসূচির বিষয়ে খোঁজখবর নেন বলে জানা গেছে। রাতে রাজ্যের সাবেক মন্ত্রী ও সাবেক ‘সিবিআই’ কর্মকর্তা উপেন বিশ্বাস ও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বাসায় যান তিনি। দেশে আসন্ন সাধারণ নির্বাচনের আগে এসব বিষয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে।  

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ এ প্রসঙ্গে বলেন, ‘মোহন ভাগবত হলেন, আরএসএস সংগঠনের। এবং বিজেপি একা পারছে না, তাই সংঘ পরিবারকে সঙ্গে নিতে হচ্ছে। বিজেপির জনসংযোগ ব্যর্থ। সেজন্য বৃদ্ধ মানুষটিকে (আরএসএস প্রধান মোহন ভাগবত) অন্য রাজ্য থেকে নিয়ে এসে এখানে বাড়ি বাড়ি ঘোরাতে হচ্ছে। এগুলো বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা এবং এথেকেই বোঝা যায় পশ্চিমবঙ্গে বিজেপির কাছে মূল শত্রু হচ্ছে তৃণমূল। তৃণমূলই পারে বিজেপিকে রুখতে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের দুর্গ বাংলা, সেখানে এভাবে তারা সংঘ পরিবারের সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে বিজেপিকে সাহায্য করতে। কারণ, বিজেপি একা পারছে না’ বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 

সঙ্ঘের বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের। ওই বৈঠকে রাজ্য বিজেপি নেতারাও উপস্থিত থাকবেন। দেশে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির নিয়ে রাজ্যজুড়ে হিন্দুত্বের জাগরণ ও গেরুয়া  রাজনীতির দিক নির্দেশ করতে সঙ্ঘের সব শাখা সংগঠনের সঙ্গে আরএসএস প্রধান  সমন্বয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।#        

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩১  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।