মমতার ‘সংহতি মিছিল’ নিয়ে তীব্র সমালোচনা করলেন দিলীপ, পাল্টা জবাব সুদীপের
পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে সংহতি মিছিল। পরে পার্কসার্কাস ময়দানের সভামঞ্চ থেকে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে সংহতির বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা।
প্রসঙ্গত, আগামীকাল অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের উদ্বোধন হবে। এর মুখ্য ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ইস্যুতে দেশজুড়ে উন্মাদনার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের কর্মসূচি হাতে নিয়েছেন।
এদিকে, ওই কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ এমপি। তিনি আজ (রোববার) বলেন, সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে। সেই দেশভাগের পর থেকে সংহতির আয়োজন, তার আগেও ছিল। কেন সংহতি হয়নি? যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করে তারা আবার রাস্তায় নেমেছে। কেবলমাত্র যারা তৃণমূলের উচ্ছিষ্টভোগী তারাই ওতে যাবে। তার দাবি- হিন্দু সমাজের কোনো উৎসবে কোনো ঝামেলা হয় না, দাঙ্গা হয় না। যারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে, উত্তেজনা ছড়াচ্ছে, দাঙ্গা করার চেষ্টা করছে, তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব করবে। কিন্তু বিরোধিতা করতে এলে তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ এমপি।
ওই ইস্যুতে পাল্টা জবাবে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, আমরা আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি মিছিল নিয়ে ব্যস্ত আছি। সেই মিছিলের মধ্য দিয়ে আমরা সকলকে সংহতি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেবো, ভারতবর্ষে এই মুহূর্তে যা জরুরি বিষয়। কোনোরকম অস্থিরতা বা চাঞ্চল্যসৃষ্টিকারী এমন কিছু কর্মসূচি নেওয়া উচিত নয় যা আমাদের সংহতি, সম্প্রীতিকে বিপন্ন করে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা মুখ্যমন্ত্রী সম্পর্কে যত বেশি সমালোচনা করবে ততবেশি ওদের ভোট কমবে বলেও মন্তব্য করেন তৃণমূলের সিনিয়র নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।