'হিমন্তবিশ্ব শর্মা দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, যার নিয়ন্ত্রক দিল্লিতে বসে আছেন'
https://parstoday.ir/bn/news/india-i133706-'হিমন্তবিশ্ব_শর্মা_দেশের_সবচেয়ে_দুর্নীতিগ্রস্ত_মুখ্যমন্ত্রী_যার_নিয়ন্ত্রক_দিল্লিতে_বসে_আছেন'
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, যার নিয়ন্ত্রক দিল্লিতে বসে আছেন বলে মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৪, ২০২৪ ১৫:২০ Asia/Dhaka
  • 'হিমন্তবিশ্ব শর্মা দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, যার নিয়ন্ত্রক দিল্লিতে বসে আছেন'

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, যার নিয়ন্ত্রক দিল্লিতে বসে আছেন বলে মন্তব্য করেছেন।

তিনি আজ (বুধবার) অসমের বড়পেটায় ওই মন্তব্য করেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মামলা করার নির্দেশ প্রসঙ্গে রাহুল বলেন, জানি না হিমন্তবিশ্ব শর্মা কোথা থেকে এই ধারণা পেয়েছিলেন যে তিনি রাহুল গান্ধীকে ভয় দেখাতে পারেন! আমার বিরুদ্ধে যত খুশি মামলা করুন আমি ভয় পাই না।    

গোলযোগপূর্ণ ও অশান্ত বিজেপিশাসিত মণিপুর প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, বিজেপি-আরএসএস এর মতাদর্শ মণিপুরকে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী আজও মণিপুর সফর করেননি। এজন্য আমাদের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' মণিপুর থেকে শুরু হয়েছে এবং মহারাষ্ট্র পর্যন্ত যাবে। এই দেশ ভালবাসার দেশ। এই দেশ ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে। হিংসা ও বিদ্বেষে কারো কোনো লাভ হবে না। 

উগ্র হিন্দুত্ববাদী আরএসএস-বিজেপি সম্পর্কে রাহুল গান্ধী বলেন, বিজেপি-আরএসএস আপনাদের সংস্কৃতি, ভাষা ও ইতিহাস মুছে দিতে চায়। পূর্বসূরিদের দেওয়া শিক্ষা শেষ করতে চায়। বিজেপি-আরএসএস এর লোকেরা নাগপুর (আরএসএসের সদর দফতর) থেকে অসম চালাতে চায়, যা আমরা কখনো হতে দেবো না। অসম থেকে অসম চালানো হবে এবং আপনাদের সংস্কৃতিকে সম্মান করা হবে বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। #  

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৩         

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।