তাজমহলে উরস বন্ধের দাবিতে আদালতের দ্বারস্থ হিন্দুত্ববাদী সংগঠন, ৪ মার্চ শুনানি
ভারতে বিশ্বখ্যাত ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহলে 'উরস'-এর বিরুদ্ধে আগ্রার আদালতে আবেদন করা হয়েছে।
হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে। সংগঠনটি তাজমহলে উরসের আয়োজন নিষিদ্ধ করার অনুরোধ জানিয়েছে। আবেদনকারী ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ উরসের জন্য তাজমহলে অবাধ প্রবেশকে চ্যালেঞ্জ করেছে। আবেদনটি গ্রহণ করে আদালত আগামী ৪ মার্চ মামলার শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া তাজমহলে উরস আয়োজনকারী কমিটিকে নোটিশ দিতে বলা হয়েছে।
এ বছর ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুঘল সম্রাট শাহজাহানের তিন দিনব্যাপী 'উরস' অনুষ্ঠিত হবে। ১৬৫৩ সালে আগ্রায় যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান। আবেদনকারী পক্ষের আইনজীবী অনিল কুমার তিওয়ারি বলেন, আবেদনকারী সংগঠন তার বিভাগীয় প্রধান মীনা দিবাকর এবং জেলা সভাপতি সৌরভ শর্মার মাধ্যমে শুক্রবার আগ্রার সিভিল কোর্ট কমপ্লেক্সের দেওয়ানী মামলার চতুর্থ অতিরিক্ত বিচারক (জুনিয়র ডিভিশন)-এর আদালতের ৪ নম্বর কক্ষে একটি আবেদন করা হয়েছে।
আইনজীবী অনিল কুমার তিওয়ারি বলেন, তিনি উরস উদযাপন কমিটির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য অনুরোধ করেছেন। আবেদনকারী উরসের জন্য তাজমহলে বিনামূল্যে প্রবেশের বিষয়েও আপত্তি জানিয়েছেন।
আবেদনকারী সংগঠনের মুখপাত্র সঞ্জয় জাট সাফাই দিয়েছেন যে সংস্থাটি আরটিআই (তথ্যের অধিকার)-এর ভিত্তিতে আবেদন দাখিল করেছে যাতে জানা গেছে যে মুঘল বা ব্রিটিশ কেউই তাজমহলের ভিতরে উরস করার অনুমতি দেয়নি।

হিন্দুত্ববাদী সংগঠনটির দাবি- যারা উরস আয়োজন করছে, তাদের কোনো অধিকার নেই বা তাজমহলে আয়োজন করা যাবে এমন কোনো নিয়মও নেই। অতীতেও আমরা স্মারকলিপির মাধ্যমে দাবি জানিয়ে আসছি যে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ তাজমহলের জরিপ করুক, ‘লাশ’ পাওয়া গেলে তাজমহল তাদের হবে এবং ‘শিব’ পাওয়া গেলে তাজমহল আমাদের হবে।
অখিল ভারত হিন্দু মহাসভার জেলা সভাপতি সৌরভ শর্মা বলেন, আমাদের দাবি তাজমহল খনন করা হোক। একটি জরিপ পরিচালনা করা উচিত। সেখানে হিন্দু মন্দিরের প্রমাণ পাওয়া যাবে। তাজমহল কমপ্লেক্সে যদি লাশ পাওয়া যায় তবে এটি তাদের, যদি ‘শিব’ পাওয়া যায় তবে এটি আমাদের।
অখিল ভারত হিন্দু মহাসভার এক কর্মকর্তা বলেন, আমরা তাজমহলে উরসের উপর নিষেধাজ্ঞার দাবি করেছি। আমরা আদালতে উরসের বিরুদ্ধে আবেদন করেছি, আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং শাহজাহানের উরস নিষিদ্ধ করা হবে। আমরা রাজপথ থেকে আদালত এবং এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একই দাবি জানাতে থাকব।
প্রসঙ্গত, উগ্রহিন্দুত্ববাদী সংগঠনগুলো বহু বছর ধরেই তাজমহলকে ‘তেজো মহালয়’ নামে একটি মন্দির বলে দাবি করে আসছে। তাজমহল কোনও দিন ‘তেজো মহালয়’ নামে মন্দির ছিল কী না, তা খতিয়ে দেখতে ২০২২ সালে একটি তথ্য অনুসন্ধানী দল গড়ার আবেদন নিয়ে উত্তর প্রদেশের ইলাহাবাদ হাই কোর্টের লক্ষনৌ বেঞ্চে আবেদন জানায় হিন্দুত্ববাদী বিজেপি। দলের অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ বলে দাবি করা রজনীশ সিংহ নামে এক ব্যক্তি ওই আবেদনে তাজমহলের বন্ধ থাকা কক্ষগুলো খুলে তা খতিয়ে দেখারও আবেদন জানিয়েছিলেন। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।