দলীয় নেতাদের রোজগার প্রসঙ্গে তৃণমূল বিধায়কের মন্তব্যে বিরোধীদের প্রতিক্রিয়া
(last modified Sun, 04 Feb 2024 13:25:46 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৯:২৫ Asia/Dhaka
  • দলীয় নেতাদের রোজগার প্রসঙ্গে তৃণমূল বিধায়কের মন্তব্যে বিরোধীদের প্রতিক্রিয়া

পশ্চিমবঙ্গে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র দলীয় নেতাদের রোজগার সম্পর্কিত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিপিএম এবং বিজেপি।

তিনি আজ দলীয় এক সভায় বক্তব্য রাখার সময়ে দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, দল থাকলে তবেই আপনার ‘রোজগার’ হবে। রোজগার কে কীভাবে করেন আমার কাছে সব খবর আছে। দল না থাকলে সেটা হবে না। একইসঙ্গে তিনি দলীয়  গোষ্ঠীবাজি সম্পর্কে সবাইকে সতর্ক করেন। এসংক্রান্ত একটি ভিডিয়ো বক্তব্য ভাইরাল হতেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আসন্ন লোকসভা নির্বাচনে দল ভালো ফলাফল না হলে সেই বুথের সভাপতি ও প্রধানকে পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিয়েছেন সোনারপুর দক্ষিণকেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। প্রতাপনগরে বুথ সম্মেলনে নেতা-কর্মীদের উপস্থিতির হার কম থাকায় তা দেখে বিধায়ক লাভলি মৈত্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন,  ‘শুধু গ্রুপবাজি চলছে। গ্রুপবাজি বন্ধ করতে হবে। লোকসভা ভোটের আগে শেষবারের মতো বলে যাচ্ছি, যদি এখানকার কোনও বুথে আমরা হেরে যাই, তাহলে সেই বুথ থেকে সভাপতি, অঞ্চলের প্রধান এবং সমস্ত অঞ্চল সভাপতিকে পদত্যাগ করতে হবে।’   

এদিকে দলীয় নেতাদের রোজগার প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় প্রতিক্রিয়া ব্যক্ত করে আজ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘তৃণমূলের কাছে দল আর রোজগার সমান। তৃণমূল এটা করবে বেআইনি সম্পদ তৈরি করার জন্য। লুট করার জন্য করবে, রোজগার করার জন্য করবে। মুখ্যমন্ত্রীর উচিত নূন্যতম স্বচ্ছতা থাকলে কারা কারা রোজগার করেছে, এখুনি তালিকা নিয়ে পুলিশকে দিয়ে জেরা করিয়ে পদক্ষেপ গ্রহণ করা।’ 

অন্যদিকে, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, মানুষ তৃণমূল থেকে সরে যাচ্ছে। কিছু মানুষজন বুঝতে পেরেছেন, হতাশ হয়েছেন যে এতদিন ধরে তারা কণ দল করেছেন। তারা দল থেকে চলে যাচ্ছেন। তৃণমূলের একাংশ আছে ভীত সন্ত্রস্ত, এত লুট করেছে যে, কখন কে ঘরে পৌঁছবে সেই ভয়ে রয়েছেন। তৃণমূল দলের একমাত্র উদ্দেশ্য টাকা তোলা। তৃণমূল কংগ্রেস করা মানে রোজগার করা বলেও কটাক্ষ করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।       

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৪  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।