দিল্লিতে ভয়াবহ আগুনে পুড়ে হতাহত ১৫
https://parstoday.ir/bn/news/india-i134554-দিল্লিতে_ভয়াবহ_আগুনে_পুড়ে_হতাহত_১৫
ভারতের রাজধানী দিল্লিতে একটি রঙের কারখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৪:৪১ Asia/Dhaka
  • দিল্লিতে ভয়াবহ আগুনে পুড়ে হতাহত ১৫

ভারতের রাজধানী দিল্লিতে একটি রঙের কারখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে দিল্লির আলীপুরের দয়াল মার্কেটে অবস্থিত একটি রঙের কারখানায় আগুন ধরে যায়। গভীর রাত পর্যন্ত আগুনে পুড়ে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আজ (শুক্রবার) সকালে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। আহত ৪ জনকে রাজা হরিশচন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের লাশ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। 

বিকেল সাড়ে ৫টা নাগাদ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২২টি গাড়ি। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  পুলিশ বলছে, কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তাদের ধারণা, কারখানায় রাখা রাসায়নিক পদার্থের কারণেই বিস্ফোরণ ঘটেছে।

ঘটনাস্থলে উপস্থিত সুমিত ভরদ্বাজ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটতেই বাইরে লোকজন জড়ো হয়ে যায়। আমরা বালতি থেকে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছি। এরপর ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়। কিন্তু আগুন নেভানো যাচ্ছিল না। ফায়ার ব্রিগেডের গাড়ি তিন দিক দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কারখানাটি প্রায় ৮/১০ বছরের পুরনো। 

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দিল্লির শাহদরা এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় আগুন লাগে। ওই ঘটনায় শ্বাসরোধে ৯ মাসের এক শিশুসহ চারজন নিহত ও দু’জন আহত হয়েছিল। অন্যদিকে, গত ১৮ জানুয়ারি দিল্লির পিথমপুরা এলাকায় একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন, চারজন নারী। ফায়ার সার্ভিসের ৮টি গাড়ির সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনার জের না মিটতেই এবার ফের দিল্লিতে আগুন লেগে ১৫ জনের হতাহতের ঘটনা ঘটলো।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৬