কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির দলদাস: কুণাল ঘোষ
(last modified Thu, 22 Feb 2024 12:54:51 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৮:৫৪ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ
    পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ

পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় এজেন্সি এবং জাতীয় কমিশনের সমালোচনা করে তাদেরকে বিজেপির দলদাস বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

কুণাল ঘোষ আজ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের কথা উল্লেখ করে বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির দলদাস। তাদের উত্তর প্রদেশে যাওয়ার সময় হয় না। গুজরাটে যাওয়ার সময় হয় না। মধ্য প্রদেশে যাওয়ার সময় হয় না। অসমে যাওয়ার সময় হয় না, ত্রিপুরায় যাওয়ার সময় হয় না। মণিপুর জ্বললে সেখানে যাওয়ার সময় হয় না। পশ্চিমবঙ্গে যেতে হবে এবং রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে হবে!’

পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে নারীদের বিরুদ্ধে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে জাতীয় তফসিলি কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় উপজাতি কমিশন সংশ্লিষ্ট এলাকা সফর করেছেন। এবং এদের পক্ষ থেকে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানানো হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতে, বিজেপিশাসিত রাজ্যগুলোতে নানা ঘটনা ঘটলেও এসব কমিশনের পক্ষ থেকে কেন সেসব রাজ্যে যাওয়া হয় না? তাদের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেছেন কুণাল ঘোষ।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সন্দেশখালি গিয়েছিল ‘ জাতীয় তফসিলি কমিশন’-এর প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কমিশনের চেয়ারম্যান এবং অন্য প্রতিনিধিরা। সেখানেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ জানানো হয়। একইভাবে ১৯ ফেব্রুয়ারি সন্দেশখালি যান ‘জাতীয় মহিলা কমিশন’-এর চেয়ারপার্সন রেখা শর্মা। তিনিও বলেছেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনও উপায় নেই। আজ ২২ ফেব্রুয়ারি সেখানে যান ‘জাতীয় আদিবাসী কমিশন’-এর প্রতিনিধিদল।

এদিকে, সন্দেশখালিতে কেন মুখ্যমন্ত্রী যাননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই প্রশ্ন তোলায়, আজ পাল্টা জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেন, মণিপুর জ্বলছে। একবছরের বেশি সময় ধরে মণিপুর জ্বলছে। গণধর্ষণ, গণহত্যা, নগ্ন করে মহিলাদের ঘোরানো হয়েছে, লুটপাট চলছে, হতাহতের সংখ্যা বাড়ছে। কোথায় নরেন্দ্র মোদী? গোটা রাজ্যটা জ্বললেও সেখানে প্রধানমন্ত্রীর পা রাখার সময় হয়নি। তিনি দশ লাখি স্যুট পরে ঘুরে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী কবে কোথায় যাবেন, না যাবেন, তা বিজেপির কাছ থেকে শিখতে হবে না বলেও কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।