লোকসভা নির্বাচনে বিরোধী জোট বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে: লালু প্রসাদ যাদব
ভারতে বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সে (I.N.D.I.A)- অন্তর্ভুক্ত বিভিন্ন দল যৌথভাবে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব আজ (রোববার) বিহারের পাটনা গান্ধী ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের উপস্থিতিতে এক বড় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছেন। তিনি বলেন, আপনি সারা দেশে বিদ্বেষ ছড়াচ্ছেন, রাম-রহিমের অনুসারীদের মধ্যে ঘৃণা ছড়াচ্ছেন।
অন্যদিকে, দুর্নীতির ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করেছেন বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। বিভিন্ন দল থেকে জনপ্রতিনিধিদের ভাঙিয়ে বিজেপিতে শামিল করা প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে বড় দুর্নীতিবাজ যদি বিজেপিতে যোগ দেয়, তবে সে দুর্নীতি থেকে ধুয়ে মুছে (মুক্ত)যায়! কিন্তু বিজেপি ওয়াশিং মেশিনের পাশাপাশি ডাস্টবিনের দলে পরিণত হয়েছে। এটি একটি ডাস্টবিনে পরিণত হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক বর্জ্য যাচ্ছে। সব দলের আবর্জনা যাচ্ছে বিজেপিতে।
তেজস্বী যাদব প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বলেন, আমি তো প্রথম থেকে বলে আসছি, মোদীজি মিথ্যা বলার কারখানা। প্রধানমন্ত্রীকে মিথ্যা বলার প্রস্তুতকারক, পাইকারী বিক্রেতার পাশপাশি পরিবেশক বলেও কটাক্ষ করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, গতবার আপনারা বিজেপিকে ৪০ আসনের মধ্যে ৩৯টিতে জয়ী করেছিলেন। বিজেপি এমপিদের জিজ্ঞাসা করুন তাদের জেলায় বিজেপির লোকেরা কী করেছে? মোদী কী কোনো কারখানা, কোনো চাকরি দিয়েছেন? অভিবাসন বন্ধ করেছেন? দারিদ্র্য দূর করেছেন? মুদ্রাস্ফীতি দূর করেছেন? বিহারকে ‘বিশেষ রাজ্যের মর্যাদা’ দেওয়ার কথা ছিল, তাও দেওয়া হয়নি। দুই কোটি চাকরি দেওয়ার কথা, ব্যাংক অ্যাকাউন্টে পনের লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তার কী হল বলেও প্রশ্ন তুলেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।