দিল্লির বুকে কাঁপন ধরাতে ভয়ঙ্কর গর্জন করতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়
-
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে কাঁপন ধরাতে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভয়ঙ্কর গর্জনের আহ্বান জানিয়েছেন।
আগামীকাল নারী দিবসকে সামনে রেখে তিনি আজ (বৃহস্পতিবার)বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক পদযাত্রা শেষে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনাসহ বিভিন্ন ইস্যুতে কোলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গে আজ তৃণমূল সভানেত্রী মমতা বলেন, ‘দেখা হবে ব্রিগেডের গর্জনে। আমি দেখব সেদিন গর্জন কার কত বেশি হয়। ভয়ঙ্কর গর্জন যেন হয়, যাতে দিল্লির বুকটা একটু কেঁপে যায়! আর বাংলার নামে বদনাম করাটা একটু চেপে যায়।’
বিজেপি নেতারা তৃণমূলকে চোর বলে অভিহিত করায় ক্ষুব্ধ মমতা আজ পাল্টা জবাবে বিজেপিকে টার্গেট করে বলেন, ‘তৃণমূল মানেই চোর! চোরেদের বাবারা বসে আছে ওখানে। চোরের মায়ের বড় গলা! শূন্য কলসি বাজে বেশি। সবক’টা চোর! বিজেপি করলেই ওয়াশিং মেশিন (অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার)। বিজেপি করলেই সাদা, আর অন্য দল করলেই কাদা।
তিনি বলেন, দিনও যেমন হয় রাতও তেমন হয়। আজ শুধু সূর্য দেখছ, সূর্যোদয় হলে সূর্যাস্তও হয়। আগামীকাল সূর্যাস্তও দেখবে, অপেক্ষা করো বন্ধু। অপেক্ষা করো। মমতা বলেন, বিজেপির কাজ একটাই, তৃণমূল কংগ্রেসদের কেস দেওয়া, (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) ইডি-সিবিআইয়ের অপব্যবহার করা এবং জেলে পুরে দেওয়া। আর জোর করে নির্বাচনে জেতা।
তিনি বলেন, বাংলা নিয়ে আপনাদের এত রাগ কেন বিজেপি? যদি আপনারা এমনিতেই জিততে পারেন তাহলে বদনাম করছেন কেন? বাংলাই একমাত্র রাজ্য যেখানে মহিলারা সবচেয়ে সুরক্ষিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গতকাল (বুধবার) পশ্চিমবঙ্গে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, তারা কখনোই মা-বোনেদের সুরক্ষা দিতে পারবে না। বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাল্টা জবাবে পশ্চিমবঙ্গই মহিলাদের জন্য একমাত্র সুরক্ষিত রাজ্য বলে মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।