বিরোধীদের উচিত ‘সিএএ’ নিয়ে মিথ্যার রাজনীতি বন্ধ করা: রবিশঙ্কর প্রসাদ
ভারতে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির সিনিয়র রবিশঙ্কর প্রসাদ সংশোধিত নাগরিকত্ব বা ‘সিএএ’ নিয়ে বিরোধী নেতাদের মন্তব্যের সমালোচনা করে বলেছেন বিরোধী নেতারা একনাগাড়ে ‘সিএএ’ বিভ্রান্তি ছড়াচ্ছেন।
তিনি আজ (বুধবার) বলেন, বিরোধীদের মিথ্যার রাজনীতি বন্ধ করতে হবে। ‘সিএএ’র কারণে কেউ তাদের নাগরিকত্ব হারাবে না, কারও চাকরিও কোনও হুমকির মুখে নেই।
প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, ‘সিএএ’ বাস্তবায়নের মাধ্যমে কেন্দ্রীয় সরকার পাকিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ভারতে বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ জানাতে চায়। তাদের বাড়ি ও চাকরি দেবে। তিনি অভিযোগ করেন, তারা আমাদের সন্তানদের পাওনা টাকা খরচ করবে পাকিস্তানের সংখ্যালঘুদের ভারতে বসতি স্থাপনে।
এ প্রসঙ্গে বিজেপির সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে একটি অদ্ভুত বক্তব্য এসেছে! এটা কী ধরণের যুক্তি? ধর্মের নামে নির্যাতিতদের নাগরিকত্ব দিচ্ছে এই আইন। এটা কারো নাগরিকত্ব কেড়ে নেয় না। ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন কেজরিওয়াল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ‘সিএএ’ নিয়ে স্পষ্ট করেছেন যে, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। অর্থহীন অপপ্রচার সৃষ্টি করা হচ্ছে। আশ্চর্যের বিষয় এরাই রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ায়। এটা খুবই দুর্ভাগ্যজনক।
বিজেপির সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, যারা ‘সিএএ’র নামে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়াচ্ছে তাদের আমি মিথ্যার ব্যবসা বন্ধ করতে বলব। মমতাজী (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী), কেজরিওয়ালজী (দিল্লির মুখ্যমন্ত্রী) চিৎকার করছেন। সবার রাজনৈতিক মাঠ পিছলে যাচ্ছে, সেজন্যই তারা এমন বক্তব্য দিচ্ছেন। মিথ্যা ও ভ্রান্ত ধারণা ছড়ানো বন্ধ করুন। সরকার বারবার স্পষ্ট করেছে, তাহলে কেন এই ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এমন বক্তব্য দিচ্ছেন যার কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেছেন বিজেপির সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ।#
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন