বিজেপি ধর্মের নামে ভেদাভেদের জন্য নাগরিকত্ব আইন সামনে এনেছে : কুণাল ঘোষ
অন্ন-বস্ত্র-বাসস্থানের লড়াইতে পিছিয়ে গিয়ে বিজেপি ধর্মের নামে ভেদাভেদের খেলার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সামনে এনেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
তিনি আজ (সোমবার) তৃণমূলের এমপি ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। কুণাল ঘোষ এ সময়ে নাগরিকত্বকে কেন্দ্র করে বিজেপি’র সিনিয়র নেতা তথাগত রায়ের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, তথাগত রায়ের মত নেতারা ‘শারীরিক পরীক্ষা-নিরীক্ষা’র নাম করে যে শব্দ ব্যবহার করছেন ধর্ম পরীক্ষার জন্য, এরা কী চাচ্ছেন? ধর্মের নামে মানুষের ভেদাভেদ! কুরুচিকর কথা! বিজ্ঞান, ধর্ম, সমাজ, সংস্কৃতি, সব নিয়ে মানুষ চলে। কিন্তু রাজনীতির উদ্দেশ্যে যদি সেটাকে কুৎসিতভাবে ব্যবহার করা হয়, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ থাকছে।
তিনি আরও বলেন, আমরা বিজেপি নেতা তথাগত রায়ের মন্তব্যের তীব্র নিন্দা করছি। আমরা পরিষ্কার বলছি বিজেপি নেতৃত্ব আপনারা এসব সামলান। আপনারা আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন জ্বালাবার চেষ্টা করছেন। ধর্মের নামে ভেদাভেদটা যে স্তরে নিয়ে যাচ্ছেন, এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়। এসব থেকে আপনারা বিরত থাকুন বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
এসময়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য মমতা ঠাকুর বলেন, তার নিজের বড় মেয়ের ছেলে যখন ছোট ছিল তার প্রস্রাব করতে গেলে অসুবিধা হতো। তাকে তিনি নিজে অপারেশন করিয়েছিলেন। তাহলে তাকে যখন শারীরিক পরীক্ষা করবে, সে হিন্দু, না মুসলিম, কী করে তার প্রমাণ হবে? এত বড় কথা বাঙালি সমাজকে অপমান করা! বিজেপি কোথায় নামিয়ে নিয়ে এসেছে আমাদের বাঙালিদের! বিশেষ করে মতুয়া সমাজের মানুষ ভারতে টিকে থাকার জন্য ভয় পাচ্ছেন বলেও মন্তব্য করেন মমতা ঠাকুর এমপি।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।