‘গণতন্ত্র বাঁচাও’, দিল্লিতে ‘মেগা র‍্যালির ডাক, প্রথম কর্মসূচি ‘ইন্ডিয়া’র
(last modified Sun, 24 Mar 2024 10:33:17 GMT )
মার্চ ২৪, ২০২৪ ১৬:৩৩ Asia/Dhaka
  • ‘গণতন্ত্র বাঁচাও’, দিল্লিতে ‘মেগা র‍্যালির ডাক, প্রথম কর্মসূচি ‘ইন্ডিয়া’র

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে আপ নেতাকর্মীরা রাজধানীসহ ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অব্যাহত রেখেছে। বিজেপি বিরোধী দলগুলোও কেজরীওয়ালের গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছে। এ বার দিল্লিতেই ‘মেগা র‌্যালি’র ডাক দিয়েছে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

আজ রোববার বিরোধী জোটের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কেজরীওয়ালের গ্রেপ্তারের পর এই প্রথম বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কোনও কর্মসূচির কথা জানাল।

সাংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ রোববার দিল্লির রামলীলা ময়দান থেকে একটি ‘মেগা র‌্যালি’র আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেন, ‘‘যে ভাবে কেজরীওয়ালকে গ্রেফতার করা হয়েছে তা মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। রাজনীতিবিদদের ভয় দেখানো এবং বিরোধীদের নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী দেশের তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, অরবিন্দ কেজরীওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে। আপের সদর দপ্তরে তালা ঝুলানো হয়েছে। অথচ এখন দেশে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তাই বিজেপি আমাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে।

'আপের অভিযোগ, তাদের প্রতিবাদ আটকাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিকে একটি দুর্গে পরিণত করেছেন।

আপের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিংহ লাভলী বিজেপিকে উদ্দেশ করে বলেন, ‘‘এটা কেমন গণতন্ত্র? আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করছেন, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন। আমাদের নেতা রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। কংগ্রেস লড়াই থেকে পিছপা হবে না।’’

গত বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালায় ইডি। টানা দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযানের পর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে আবগারি মামলায় কেজরীওয়ালের গ্রেপ্তারিকে ‘বেআইনি’ বলে দাবি করেছে আম আদমি পার্টির (আপ) নেতা-কর্মীরা।

অরবিন্দ কেজরীওয়াল-অতিশী মারলেনা

এদিকে, জেল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল সরকার চালাবেন বলে আগেই ঘোষণা করেছিল আম আদমি পার্টি (আপ)। সে মতোই আজ (রোববার) ইডি হেফাজতে বসেই প্রথম মন্ত্রিসভার সদস্য পানি দপ্তরের দায়িত্বে থাকা অতিশী মারলেনাকে একটি নির্দেশ জারি করলেন। ভারতের ইতিহাসে এমন ঘটনা প্রথম।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল

মুখ্যমন্ত্রীর চিঠি পাওয়ার পর সংবাদ সম্মেলনে অতিশী বলেন, রাজধানীর কয়েকটি এলাকায় পানি সরবরাহ নিয়ে সমস্যা মেটাতেই উদ্যোগী হওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। অতিশী বলেন, মুখ্যমন্ত্রীর চিঠি পড়ে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আমি ভাবছি, এক জন ব্যক্তি, কারাগারে থেকেও দিল্লির বাসিন্দাদের পানি এবং পয়ঃনিষ্কাশন নিয়ে চিন্তা করছেন! শুধুমাত্র কেজরীওয়ালই এটা করতে পারেন। কারণ, তিনি দিল্লির দু’কোটি মানুষের পরিবারের সদস্য বলে নিজেকে মনে করেন।’’

এরপর অতিশী বিজেপিকে আক্রমণ করে বলেন ‘‘আমি বিজেপিকে বলতে চাই, আপনারা কেজরীওয়ালকে গ্রেপ্তার করতে পারেন কিন্তু দিল্লির জনগণের প্রতি তাঁর ভালোবাসা এবং কর্তব্যবোধকে বন্দি করে রাখতে পারবেন না।”#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ