লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি
(last modified Sun, 24 Mar 2024 11:18:30 GMT )
মার্চ ২৪, ২০২৪ ১৭:১৮ Asia/Dhaka
  • লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি

ভারতে প্রথম দফার লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি কয়েকদিন আগে শুরু হলেও এখনও পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গের সবকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির মনোমালিন্যের বিষয়টি স্পষ্ট হয়েছে এবং ক্ষোভ বাড়ছে।

গতরাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক থাকলেও সেখানে শুভেন্দু অধিকারী আসেননি। লোকসভা নির্বাচনে বাংলায় সুকান্ত না কি শুভেন্দু, কার পছন্দের প্রার্থীদের তালিকার পাল্লা ভারী তা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বিজেপির ভেতরে।

অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে নামকরা মুখের সন্ধান করতে বলেছিল রাজ্য বিজেপিকে। তবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে  নামকরা মুখের প্রার্থী হওয়ার প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। এতে কেন্দ্রীয় নেতৃত্ব ভীষণ ক্ষুব্ধ হয়েছে বলে জানা গেছে।।

লোকসভায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁদের জয়ের সম্ভাবনা কতটা সেই হিসাবের অঙ্ক মেলাতে চান শাহ-নাড্ডারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘অব কি বার, চারশো পার’। বিজেপি ৩৭০ আসন পাবে বলে তিনি লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়ার পর চাপে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরাও।

কীভাবে লক্ষ্যপূরণ করা যায় সেই চিন্তায় নেতারা। বাংলা থেকে যাঁরা বিজেপির হয়ে জয় আনতে পারবে, তাঁদেরই প্রার্থী করা হোক–এই মর্মে আগেই শুভেন্দু-সুকান্তকে কড়া নির্দেশ দিয়েছিল শাহ-নাড্ডারা। বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রতিটি আসনের জন্য চার জন করে সম্ভাব্য প্রার্থীর নাম দেওয়া হলেও তাঁদের জেতার সম্ভাবনা কতটা সেই প্রশ্ন উঠছে। আর সে কারণেই আটকে আছে বাংলার প্রার্থীতালিকা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪