এপ্রিল ০৩, ২০২৪ ১৫:১৭ Asia/Dhaka
  • মোদির বিকল্প কে? নিজের এক্স হ্যান্ডেলে জবাব দিলেন কংগ্রেস নেতা

ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, প্রধানমন্ত্রী মোদির বিকল্প কে হতে পারেন? সংসদীয় ব্যবস্থায় এই প্রশ্ন একেবারে গৌণ এবং অবান্তর।

তিনি বলেন, আমরা কোনও একজন ব্যক্তিকে নির্বাচন করি না বরং একটি দল বা জোটকে নির্বাচিত করি।’ থারুর আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর বিকল্প হতে পারেন একদল অভিজ্ঞ, যোগ্য এবং বৈচিত্র্যময় ভারতীয় নেতা, যাঁরা মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল এবং অহংকারহীন হবেন।’ সবার আগে গুরুত্বপূর্ণ দেশের গণতন্ত্র।

বিজেপি তথা এনডিএ জোটের প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়া জোটের মুখ কে? এক সংবাদিকের এ প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা ঐ মন্তব্য করেন।

এদিকে, কংগ্রেস-সিপিএম জোট হওয়ার পর অভিযোগ উঠেছে বামেরা কংগ্রেসকে এরআগে একাধিকাবার ভোট দেয়নি এবার দেবেতো? তবে কখনও উল্টো ঘটনাও ঘটেছে। নির্বাচনি প্রচারে যৌথ উদ্যোগে রাস্তায় নামার কথাও বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।  কিন্তু জোটের দুই শরিকের মধ্যে পুরনো অভিযোগ নতুনভাবে উঠতে শুরু করেছে।#

পার্সটুডে/জিএআর/৩

ট্যাগ