অনেকের চাকরি খেয়েছেন, জনগণের আদালতে আপনার বিচার হবে’, অভিজিৎকে হুঁশিয়ারি মমতার
https://parstoday.ir/bn/news/india-i136354-অনেকের_চাকরি_খেয়েছেন_জনগণের_আদালতে_আপনার_বিচার_হবে’_অভিজিৎকে_হুঁশিয়ারি_মমতার
বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে এসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে বিজেপির  প্রার্থী হয়েছেন তিনি। ব্রিগেডের সভায় তাঁকে আক্রমণের পর কোচবিহারের সভায় আবার অভিজিৎকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নাম না করে তিনি বললেন, অনেকের চাকরি খেয়েছেন আপনি। এবার জনগণ আপনার চাকরি খাবে”।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২৪ ১৭:২২ Asia/Dhaka
  • অনেকের চাকরি খেয়েছেন, জনগণের আদালতে আপনার বিচার হবে’, অভিজিৎকে হুঁশিয়ারি মমতার

বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে এসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে বিজেপির  প্রার্থী হয়েছেন তিনি। ব্রিগেডের সভায় তাঁকে আক্রমণের পর কোচবিহারের সভায় আবার অভিজিৎকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নাম না করে তিনি বললেন, অনেকের চাকরি খেয়েছেন আপনি। এবার জনগণ আপনার চাকরি খাবে”।

শুক্রবার কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোর দুর্নীতি নিয়ে নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা। ভাষণে রাজ্য়ে শিক্ষকদের চাকরি যাওয়ার প্রসঙ্গ উঠে আসে তাঁর মুখে। সেই সূত্র ধরে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে ফের সরব হন মুখ্যমন্ত্রী। ব্রিগেডের জন গর্জন সভাতে প্রাক্তন বিচারপতিকে তিনি ‘কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছিলেন।

আজ মুখ্যমন্ত্রী অভিজিতের নাম না করে বলেন, “দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কী কী করলেন। এখন তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওঁর বিরুদ্ধে এক জন ছাত্রনেতাকে দাঁড় করিয়েছি। দেবাংশু ছুটিয়ে বেড়াক।” তিনি আরও বলেন, “আপনি বিচারপতি থাকাকালীন অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। এবার আপনার বিচার করুক জনগণ। এবার জনগণ আপনার চাকরি খাবে। এটা জনগণের আদালত।”

অভিজিৎবাবু বিচারপতি থাকাকালীন রাজ্যের শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলা শুনেছিলেন। তাঁর নির্দেশে একের পর এক নিয়োগ বাতিল হয়। তখন থেকেই তাঁর সঙ্গে বিজেপি যোগের দাবি তুলেছিল তৃণমূল। এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন মমতা।

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।