এপ্রিল ১৬, ২০২৪ ১৮:৫০ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে স্পর্শকাতর বুথের তালিকা দিল নির্বাচন কমিশন

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা ভোটের প্রথম এবং দ্বিতীয় দফার ছ’টি আসনে স্পর্শকাতর বুথের তালিকা দিয়েছে নির্বাচন কমিশন।

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের সময়সূচি ঘোষণার আগে থেকেই নির্বাচন কমিশন কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে সংবেদনশীল বিধানসভা কেন্দ্র সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল। তার ভিত্তিতে এবার কমিশন স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল।

রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার দফতর থেকে উত্তরবঙ্গের ছ’টি আসনে মোট ১৮৬২টি স্পর্শকাতর বুথের ওই তালিকা প্রকাশ করা হয়। কমিশন জানিয়েছে, আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে কোচবিহারের ২০৪৩টি নির্বাচনকেন্দ্রের মধ্যে ১৯৬, আলিপুরদুয়ার (এসটি) লোকসভার ১৮৬৭টির মধ্যে ১৫৯টি এবং জলপাইগুড়ির ১৯০৪টি নির্বাচনকেন্দ্রের মধ্যে ৩৯১টি ‘স্পর্শকাতর’।#

পার্সটুডে/জিএআর/১৬

ট্যাগ