ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম বদলের চেষ্টা অব্যাহত রেখেছে গেরুয়া শিবির
(last modified Wed, 08 May 2024 13:22:22 GMT )
মে ০৮, ২০২৪ ১৯:২২ Asia/Dhaka
  • ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম বদলের চেষ্টা অব্যাহত রেখেছে গেরুয়া শিবির

ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম বদলের চেষ্টা নিরলসভাবে চালিয়েছে গেরুয়া শিবির। হিন্দুত্ব ‘আঁকড়ে’ ধরে নিজের দলের বিদ্রোহীদের শেষবারের মতো বার্তা দিতে চেষ্টা করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

২০২২ সালে মন্ত্রিসভার বৈঠক ডেকে ঔরঙ্গাবাদের নাম ‘শম্ভাজিনগর’ এবং ওসমানাবাদের নাম ‘ধারাশিব’ রেখেছিল মহারাষ্ট্র সরকার। পরবর্তী সময় শিন্ডে-ফড়নবীশ সরকার সেই ধারা বজায় রাখে। বর্তমান সরকার শম্ভাজিনগরের আগে ‘ছত্রপতি’ নামটি জুড়ে দেয়। এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয় বম্বে হাইকোর্টে। সেই রায়ের দিকে তাকিয়ে ছিল রাজ্যবাসী।

বুধবার বম্বে হাইকোর্ট ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে ছত্রপতি শম্ভাজিনগর এবং ধারাশিব করার রায় বহাল রাখল। মহারাষ্ট্র সরকারের নাম পরিবর্তন নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। জনস্বার্থ মামলার বিরোধিতা করে তার হলফনামায় রাজ্য সরকার আদালতকে বলেছে যে, ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে ধারাশিব করার বিষয়টিতে শহরের  অধিকাংশ মানুষের মত ছিল, এই নামকরণ ধর্মনিরপেক্ষতার চেতনাকে ক্ষুণ্ন করেনি, কোনও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করেনি। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।