কণ্ঠভোটে লোকসভার স্পিকার হলেন এনডিএ'র ওম বিড়লাই
(last modified Wed, 26 Jun 2024 10:22:56 GMT )
জুন ২৬, ২০২৪ ১৬:২২ Asia/Dhaka
  • কণ্ঠভোটে লোকসভার স্পিকার হলেন এনডিএ'র ওম বিড়লাই

কণ্ঠভোটে লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লাই। এ নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

আজ (বুধবার) সকাল ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সংসদ সদস্য ওম বিড়লাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে লোকসভার সবার পক্ষ থেকে অভিনন্দন জানান। মোদি বলেন, আমরা আশা করছি আপনার অভিজ্ঞতার সাহায্যে  আগামী পাঁচ বছর আপনি আমাদের পথ দেখাবেন।

এদিকে, ১৮ তম সংসদের স্পিকার নির্বাচনের পর সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বক্তব্য দেন। রাহুলের অভিযোগ, বিরোধীদের কন্ঠরোধ করে লোকসভার অধিবেশন চালানো অসাংবিধানিক কাজ। তবে তিনি বলেন, সংসদের অধিবেশন চালানোর জন্য বিরোধীদের পক্ষ থেকে পূর্ণ সহযোগীতা করা হবে।

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বিরোধীরা সংবিধান বাঁচানোর ডাক দিয়েছিল।

অন্যদিকে, স্পিকার নির্বাচন নিয়ে তৃণমূলের একাধিক নেতার অভিযোগ, ভোটের দাবি না মেনে স্পিকার নির্বাচনে বুলডোজার চালিয়েছে বিজেপি। তৃণমূল নেতা অভিষেক  বন্দোপাধ্যায় বলেছেন, সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণেই বেআইনিভাবে স্পিকার নির্বাচন হয়েছে।

গত দুই বারের তুলনায় এবার সংসদে বিরোধীদের শক্তি বেশি। যার ফলে প্রতিটা মুহুর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপে থাকতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে স্পিকার পদে নির্বাচন দিয়ে বিরোধীরা বুঝিয়ে দিয়েছে এবারের লোকসভায় কোন মোড়লিপনা দেখাতে পারবে না এনডিএ। সামান্য ব্যত্যয় ঘটলেই তাদেরকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।#

পার্সটুডে/জিএআর/২৬

ট্যাগ