রাম মন্দিরের শিলান্যাসের জন্য ৫ আগস্টের লকডাউন প্রত্যাহার করুন: দিলীপ ঘোষ
-
দিলীপ ঘোষ এমপি
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শিলান্যাসের জন্য ৫ আগস্টের লকডাউন প্রত্যাহার করতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ (সোমবার) কোলকাতায় এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে ওই দাবি জানান।
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সপ্তাহে দু’দিন করে লকডাউন করা হচ্ছে। আগামী ৫ আগস্ট রাজ্যে লকডাউনের দিন পড়ায় তা প্রত্যাহারের দাবি জানিয়ে দিলীপ ঘোষ বলেন, "৫ আগস্টের পরিবর্তে অন্য কোনও দিন লকডাউন হোক। মানুষ লকডাউন মানতে রাজি আছে। লকডাউনের তাৎপর্য আমরা সবাই বুঝেছি। সেজন্য সরকারের দেখা উচিত এই সঙ্কটের সময়ে আমরা মনের কষ্টে আছি। আবার যেন কারও মনের কষ্ট না হয়। ৫ আগস্ট ভারতের গৌরবশালী, ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। ভগবান শ্রীরাম চন্দ্রের অযোধ্যা মন্দিরের পুনর্নির্মাণ শুরু হবে। প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন। গত সাড়ে চারশ’/পাঁচশ’ বছরের আত্মত্যাগের পরম্পরার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস রাম মন্দির প্রতিষ্ঠার জন্য তার স্বীকৃতি পাচ্ছে। এটা ভারতের ইতিহাসে গর্বের দিন হবে। তাই মানুষের মনের যে উচ্ছ্বাস, আবেগ তার যাতে বহিঃপ্রকাশ ঘটিয়ে মানুষ আনন্দ করতে পারে, শ্রদ্ধা জানাতে পারে তার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য সেদিন লকডাউনকে প্রত্যাহার করা হোক।"
দিলীপ বাবু বলেন, "এখানে যে সরকার আছে তারা গণতন্ত্রকে হত্যা করে জনবিরোধী কাজকর্ম করছে। মানুষ তার বিরুদ্ধে রয়েছে। সেজন্য ২০২১ সালে রাজ্য ক্ষমতা পরিবর্তনের জন্য আমরা যে আহ্বান জানিয়েছি মানুষ তাতে সাড়া দিয়েছে। তাতে ভীত হয়ে সরকার ও তার এজেন্সিগুলো মানুষের মুখ বন্ধ করছে, গণমাধ্যমের মুখ বন্ধ করছে। একইসঙ্গে বিজেপির মধ্যে বিভেদ, বিচ্ছেদ ও ভুল বোঝাবুঝির ষড়যন্ত্র চলছে। কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক খবর প্রচারিত হচ্ছে।" বিজেপিতে কোনোদিন বিভেদ, বিচ্ছিন্নতা ছিল না, আজও নেই আগামী দিনে হবে না বলেও বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।