ইরান: ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনিদের পদক্ষেপ তাদের মানবিক ও স্বাধীন সিদ্ধান্ত
https://parstoday.ir/bn/news/west_asia-i149044-ইরান_ফিলিস্তিনের_সমর্থনে_ইয়েমেনিদের_পদক্ষেপ_তাদের_মানবিক_ও_স্বাধীন_সিদ্ধান্ত
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের আত্মরক্ষা এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের সাহসী পদক্ষেপকে ইরানের প্রতি দায়ী করে ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তিকে এই শক্তিশালী ও নিপীড়িত জাতির প্রতি অপমানজনক হিসেবে আখ্যায়িত করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৫, ২০২৫ ১৫:২৯ Asia/Dhaka
  • ইরান: ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনিদের পদক্ষেপ তাদের মানবিক ও  স্বাধীন সিদ্ধান্ত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের আত্মরক্ষা এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের সাহসী পদক্ষেপকে ইরানের প্রতি দায়ী করে ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তিকে এই শক্তিশালী ও নিপীড়িত জাতির প্রতি অপমানজনক হিসেবে আখ্যায়িত করেছে।

রোববার সন্ধ্যায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেন সম্পর্কিত তেহরানের বিরুদ্ধে অভিযোগের নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। পার্সটুডের মতে,বিবৃতিতে বলা হয়েছে, "নিঃসন্দেহে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনিদের পদক্ষেপ ছিল তাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের প্রতি মানবিক ও ইসলামি সংহতির অনুভূতি থেকে উদ্ভূত একটি স্বাধীন সিদ্ধান্ত এবং এটির জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দায়ী করা একটি বিভ্রান্তিকর এবং অসংগত দাবি যার লক্ষ্য অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলি সরকারের অপরাধযজ্ঞকে আড়াল করে তাদের ব্যর্থতা ঢেকে রাখা এবং পশ্চিম এশীয় অঞ্চলে আরো নিরাপত্তাহীনতার অজুহাত খোঁজা।"

বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, এ অঞ্চলের দেশগুলোর অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর তার নীতিগত অবস্থানের উপর জোর দিয়ে ইয়েমেনে মার্কিন সামরিক হামলার নিন্দা জানিয়েছে যা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মের চরম লঙ্ঘন।

বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গণহত্যার সমর্থনে মার্কিন সেনাবাহিনীই ইয়েমেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে এবং দেশের বিভিন্ন শহরে নানা অবকাঠামো এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে।

 বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম এশীয়া এবং লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এই হামলাগুলোর অব্যাহত বিপজ্জনক পরিণতি এবং  এর নেতিবাচক প্রভাবের কথাও স্মরণ করিয়ে দিয়ে একে সমগ্র অঞ্চলে অব্যাহত নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে এবং একইসঙ্গে অধিকৃত ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে।

পরিশেষে ইসলামি প্রজাতন্ত্র ইরান ইরানি জাতির নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক ও অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে ইরানের সন্তানদের আত্মরক্ষার দৃঢ় সংকল্পের উপর জোর দিয়ে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলি সরকারের সাম্প্রতিক হুমকির নিন্দা জানিয়েছে এবং এর পরিণতির জন্য মার্কিন সরকার এবং ইহুদিবাদী সন্ত্রাসী শাসক গোষ্ঠী দায়ী থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।