ভারতে করোনায় একদিনে ৭৮ হাজারের বেশি আক্রান্ত, মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে
https://parstoday.ir/bn/news/india-i82683-ভারতে_করোনায়_একদিনে_৭৮_হাজারের_বেশি_আক্রান্ত_মৃতের_সংখ্যা_৬৪_হাজার_ছাড়িয়েছে
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৭৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৫১২ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৯৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩১, ২০২০ ১৪:০৭ Asia/Dhaka
  • ভারতে করোনায় একদিনে ৭৮ হাজারের বেশি আক্রান্ত, মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৭৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৫১২ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৯৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত মোট ৩৬ লাখ, ২১ হাজার ২৪৫ জন আক্রান্ত এবং ৬৪ হাজার ৪৬৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থেকে ২৭ লাখ ৭৪ হাজার ৮০১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৭ লাখ ৮১ হাজার ৯৭৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এক পরিসংখ্যানে প্রকাশ, ভারতে যদি দৈনিক সংক্রমণের হার একইরকম থাকে তাহলে আগামী তিন/চার দিনে ব্রাজিলকে ছাড়িয়ে ভারত বিশ্বে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশে পরিণত হবে। ভারতে বর্তমানে ৩৬ লাখ, ২১ হাজার ২৪৫ জন করোনা আক্রান্ত হলেও ব্রাজিলে এই সংখ্যা ৩৮ লাখ ৬২ হাজার। বিশ্বে প্রথমস্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৯ লক্ষ ৯৫ হাজার।  

করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যার নিরিখে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। এরআগে তৃতীয় স্থানে ছিল মেক্সিকো। করোনায় মৃত্যুতে আমেরিকা প্রথম স্থানে রয়েছে, যেখানে ১ লাখ ৮৭ হাজার করোনা রোগী  প্রাণ হারিয়েছেন।ভারতের মহারাষ্ট্রে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে মোট ৭ লাখ, ৮০ হাজার ৬৮৯ আক্রান্ত এবং ২৪ হাজার ৩৯৯ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৯ হাজার ৭৮৫ জন আক্রান্ত এবং ৩ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩ হাজার ১৯ টি নয়া সংক্রমণ এবং ৫০ জন প্রাণ হারিয়েছেন। ১ লাখ ৩০ হাজার ৯৫২ জন সুস্থ হওয়ায় বর্তমানে ২৫ হাজার ৬৫৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।     

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।