ম্যাকরন আগুন নিয়ে খেলবেন না, বিশ্ববাসীর সামনে ক্ষমা প্রার্থনা করুন: সিদ্দিকুল্লাহ চৌধুরী
https://parstoday.ir/bn/news/india-i84423-ম্যাকরন_আগুন_নিয়ে_খেলবেন_না_বিশ্ববাসীর_সামনে_ক্ষমা_প্রার্থনা_করুন_সিদ্দিকুল্লাহ_চৌধুরী
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আগুন নিয়ে খেলবেন না, তিনি বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করুন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৫, ২০২০ ২৩:০৩ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
    পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আগুন নিয়ে খেলবেন না, তিনি বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করুন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

ফ্রান্সে সম্প্রতি প্রিয় নবী মুহাম্মাদ (সা.)–এঁর কার্টুন প্রদর্শন এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে ম্যাকরন তা সমর্থন করার প্রতিবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ (বৃহস্পতিবার) কোলকাতায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। 

আজ জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও বলেন,  ‘আমরা কঠোরভাবে দাবি জানাচ্ছি যে ইমানুয়েল ম্যাকরন তার অবস্থান থেকে সরে আসুন। ইনিয়ে বিনিয়ে কথা নয়, তিনি পৃথিবীর মানুষের কাছে ক্ষমা চান। তিনি বলুন,  আমার ভুল হয়েছে। কিন্তু আগুন নিয়ে খেলবেন না। পৃথিবীর মানুষ শান্তিপ্রিয়। ভারতবর্ষের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু তাই বলে জোর করে চিমটি কাটবেন এটা বরদাশত করা যাবে না। ইসলাম ধর্মকে কালিমালিপ্ত করার অপচেষ্টা বন্ধ করুন। পৃথিবীতে অশান্তি ডেকে না আনাই বুদ্ধিমানের কাজ। মুসলিমরা সবকিছু সহ্য করতে পারে কিন্তু প্রিয় নবী (সা.) মর্যাদায় কেউ আঘাত করবে মুসলিমরা তা বরদাশত করে না। অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। এটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে গণমাধ্যমের সামনে আমরা জানিয়ে দিলাম।’

তিনি বলেন, আরবলীগ, ‘ওআইসি’সহ ইসলামিক দেশ সমূহের আত্মপর্যালোচনা করার সময়ে এসেছে, প্রিয় নবীকে (সা.) কলঙ্কিত করার অপচেষ্টার বিষয়ে তারা কতটা কী করতে পেরেছেন সেটাও ভাবনার বিষয়!‘

রাজ্য জমিয়তের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘একজন শিক্ষক ও আরও তিনজন নিরীহ মানুষের হত্যাকাণ্ড ঘটেছে, আমরা কোনোভাবেই তার সমর্থন করি না। ভারত সরকারের কাছে আমাদের দাবি-দিল্লিস্থ ফ্রান্স দূতাবাসের রাষ্ট্রদূতকে ডেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া দরকার যে ভারতবর্ষ কোনও ধর্মের বিরুদ্ধে কুৎসা রটনা সমর্থন করে না। অন্য ধর্মের  মনিষীদের প্রতি বিদ্বেষ ইসলাম ধর্ম শেখায়নি। ’ জাতিসঙ্ঘে যাতে এ ব্যাপারে  কঠোর আইন প্রণয়ন করা হয় তাও দেখা প্রয়োজন বলে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।