কথাবার্তা: কৃষক বনধ্‌ এ ভারতের জনজীবন বিপর্যস্ত, গৃহবন্দি কেজরিওয়াল
(last modified Tue, 08 Dec 2020 10:47:29 GMT )
ডিসেম্বর ০৮, ২০২০ ১৬:৪৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৮ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ৮ হাজারের বেশি কারাখান বন্ধ- দৈনিক ইত্তেফাক
  • ফুলবাড়িয়ার মার্কেটে উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে ডিএসসিসি-সমকাল
  • মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৫ জন-কালের কণ্ঠ
  • ভাস্কর্য স্থাপনের বিরোধিতা যৌক্তিক, ভাঙা নিয়মবহির্ভূত: ইসলামী আন্দোলন-প্রথম আলো
  • কোভিড-১৯: দ্বিতীয়বার পাচারের সঙ্গে বেড়েছে শ্রমিকদের বেঁচে থাকা নিয়ে আশঙ্কা-দৈনিক মানবজমিন
  • ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত-দৈনিক যুগান্তর
  • আওয়ামী লীগের উপকমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • কৃষকদের সঙ্গে সাক্ষাতের পরই ‘গৃহবন্দি’ কেজরিওয়াল! বিস্ফোরক অভিযোগ AAP-এর-সংবাদ প্রতিদিন
  • কৃষক বন্‌ধে ভাল সাড়া, রেল-রাস্তা অবরোধে রাজ্যে রাজ্যে থমকাল জনজীবন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভারতে বিক্ষোভকারী কৃষকদের পাশে এবার মার্কিন কংগ্রেসের সদস্যরা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

বঙ্গবন্ধুর ভাস্কর্য

বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে নানা বক্তব্য আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে পরিবেশিত হয়েছে। সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা হয়েছে। ঐ ঘটনায়  গ্রেফতারকৃত দুই ছাত্রকে ৫ দিন ও শিক্ষককে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়ছে। খবরটি দৈনিক যুগান্তরে ছাপা হয়েছে। দৈনিকটির অপর এক খবরে রেখা হয়েছে, লাখো শহীদের রক্তে অর্জিত এ দেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে,  বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক মদদেই মাঝে মধ্যে ফণা তোলার অপচেষ্টা চালাচ্ছে মৌলবাদী অপশক্তি।

ভাস্কর্য স্থাপনের বিরোধিতা যৌক্তিক, ভাঙা নিয়মবহির্ভূত: ইসলামী আন্দোলন-দৈনিক প্রথম আলো

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, ইসলামের দৃষ্টিতে যৌক্তিকভাবে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়েছে। কিন্তু  তাঁরা ভাস্কর্য বা মূর্তি ভাঙার বিষয়ে কোনো মতামত প্রকাশ করেননি। কেউ এ ধরনের আচরণ করলে তা সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ। আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এসব কথা  বলা হয়।

সংবাদ সম্মেলন থেকে হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, আরেক নেতা মাওলানা মামুনুল হক ও  ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি যাঁরা দেশের ওলামা সমাজ ও ধর্মীয় ব্যক্তিদের গালাগাল, ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে অপমান করে, সংঘাত ও মল্লযুদ্ধের আহ্বান করেন, তাঁদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করা হয়।

৮ হাজারের বেশি কারখানা বন্ধ হয়েছে-করোনার প্রভাব পড়েছে অধিকাংশ ক্ষেত্রে-দৈনিক ইত্তেফাক

ফ্যাক্টরি বন্ধ

শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) তালিকায় থাকা কারখানার সংখ্যা ৫৮ হাজার ৮৩৬টি। প্রতিষ্ঠানটির সর্বশেষ হিসাব অনুযায়ী, এর মধ্যে বন্ধ হয়ে গেছে ৮ হাজার ২৯টি। বন্ধ হওয়ার তালিকায় থাকা কারখানার মধ্যে তৈরি পোশাক খাতের ৭১৩টি কারখানা বন্ধ হয়েছে; আর অন্য খাতের রয়েছে ৭ হাজার ৩১৬টি। বন্ধ হওয়া এসব কারখানার অধিকাংশের ক্ষেত্রেই মার্চ মাসে শুরু হওয়া করোনা ভাইরাসের প্রভাব পড়েছে।

'প্রথম দেশ' হিসেবে যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু-ইত্তেফাক/যুগান্তর

প্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ

জরুরিভিত্তিতে ছাড়পত্র পাওয়ার পর থেকে যুক্তরাজ্যে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে । যুক্তরাজ্য স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে ৯০ বছর বয়সী মার্গারেট কিনান নামের এক নারীকে করোনা ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে প্রথমটি দেওয়া হয়।

এদিকে করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত-দৈনিক যুগান্তর

Image Caption

ঠাকুরগাঁওয়ের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে হরিপুর উপজেলার বেতনা সীমান্তের বিপরীতে ভারতের তিনগাঁও বিএসএফের জওয়ানরা তাদের গুলি করে। নিহতরা হরিপুর উপজেলার বাসিন্দা। আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রবিউলসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুলিবিদ্ধ নাজিমউদ্দিনকে উদ্ধার করে দিনাজপুরে নেয়ার পথে তিনিও মার যান।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত: 

বিদ্রোহের গর্ভগৃহে প্রাণ গেল আরও দুই কৃষকের, শোক নিয়েই চলছে বন্‌ধ-দৈনিক আনন্দবাজার পত্রিকা

কৃষক বনধ্‌ এ উত্তাল গোটা ভারত

আন্দোলনের বধ্যভূমিতে প্রাণ গেল আরও দুই কৃষকের। সোমবার ভোররাতে রাতে দিল্লি-হরিয়ানার সংযোগস্থল টিকরি সীমানায় পঞ্জাবের এক কৃষকের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে ওই একই এলাকা থেকে আরও এক কৃষকের দেহ উদ্ধার হয়। 

কৃষক বনধ্‌। কৃষকবিরোধী তিন আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে কৃষক আন্দোলন তীব্র হয়েছে। আজ পালিত হলো কৃষক বনধ্‌। আজকাল লিখেছে- কৃষকদের পাশে সারাদেশ। আর আনন্দবাজার পত্রিকার খবর-কৃষক বন্‌ধে ভাল সাড়া, রেল-রাস্তা অবরোধে রাজ্যে রাজ্যে থমকাল জনজীবন। সংখ্যার জোরে সংসদে বিল পাশ করিয়ে নিলেও বিতর্কিত কৃষি আইন নিয়ে কার্যত কোণ ঠাসা কেন্দ্র। 

কৃষক আন্দোলন

কৃষক বনধের জেরে রাজধানী দিল্লি, তার সংলগ্ন পঞ্জাব ও হরিয়ানা সীমানায় থমকে গেছে জনজীবন। শুধু দিল্লিই নয়, পঞ্জাব, হরিয়ানা, তেলঙ্গানা , কর্নাটক ও পশ্চিমবঙ্গসহ প্রায় সবত্র বন্‌ধ পালিত হয়েছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাস্তায় নেমে এসেছে বিরোধী শিবিরের দলগুলি। খবরটিতে লেখা হয়েছে, কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্‌ধে পশ্চিমবঙ্গে মিশ্র প্রভাব পড়েছে।সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধ বিক্ষোভে যান চলাচল ব্যাহত হয়েছে। কোথাও রেল অবরোধ হয়েছে।

কেজরিওয়াল গৃহবন্দি

কৃষকদের সঙ্গে সাক্ষাতের পরই ‘গৃহবন্দি’কেজরিওয়াল! বিস্ফোরক অভিযোগ AAP-এর-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে। গতকাল দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তারপরই তাঁর বাড়ির সামনে ব্যারিকেড তৈরি করেছে দিল্লি পুলিশ। দলীয় নেতাকর্মীদের তো বটেই, দিল্লির বিধায়কদেরও নাকি তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার ভারত বনধের দিন বিস্ফোরক অভিযোগ করল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। এদিন সাতসকালে টুইট করে আপের তরফে দাবি করা হয়, গতকাল কৃষকদের সঙ্গে সাক্ষাতের পর থেকেই দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীকে ‘গৃহবন্দি’ করে রেখেছে।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল গোটা দেশ। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মঙ্গলবারের ভারত বনধকে সমর্থন জানিয়েছে একাধিক রাজনৈতিক দল।কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েও ভারত বন্‌ধে রাজ্যে জনজীবন স্বাভাবিক রাখার নির্দেশ মমতার।

উত্তরকন্যা অভিযানে প্রাণহানি, পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ১ বিজেপি কর্মীর-দৈনিক সংবাদ প্রতিদিন

বিজেপির (BJP) উত্তরকন্যা অভিযান প্রাণ গেল এক কর্মীর। পুলিশ-বিজেপি কর্মীদের খন্ডযুদ্ধের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ  বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। আনন্দবাজার লিখেছে, বিজেপি আজ ঝাঁপাচ্ছে শিলিগুড়িতে, উপস্থিত দিলীপ-মুকুল-কৈলাসরা।

ইতিহাসে প্রথম, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান-সংবাদ প্রতিদিন

ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে

স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব সফরে যাচ্ছেন কোনও সেনাপ্রধান। আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর এই দুটি দেশে সফর করার কথা ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের। মঙ্গলবার একথাই জানা গিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে।সূত্রের খবর, আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর মোট ৬ দিনের সফরে সৌদি আরব (Saudi Arabia) ও সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সফর করবেন ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে (MM Naravane)। ওই সফরে গিয়ে দুটি দেশের সেনাপ্রধান ও উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি সৌদি আরবের প্রতিরক্ষা সংক্রান্ত অ্যাকাডেমিতে বক্তব্য রাখার কথা রয়েছে। এর আগে আর কোনও ভারতীয় সেনাপ্রধান ওই দুটি দেশে সফর করেননি। তাই এই বিষয়টি নতুন নজির তৈরি করবে বলেই জানাচ্ছেন কূটনীতিবিদরা। এর ফলে ওই দুটি দেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনার সম্পর্ক ভাল হবে বলেই তাঁরা মনে করছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


 

ট্যাগ