ভারতে কৃষক আন্দোলন: ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করার আহ্বান জাতিসংঘের
ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবার জাতিসংঘের পক্ষ থেকে সংযম পালনের বার্তা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় জাতিসংঘের দফতরের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘চলমান কৃষক বিক্ষোভে আমরা সরকার এবং বিক্ষোভকারী দু’পক্ষের কাছেই সর্বোচ্চ পর্যায়ের সংযম পালনের আবেদন রাখছি। শুধু বাইরে নয়, অনলাইনেও শান্তিপূর্ণ জমায়েত এবং মতপ্রকাশের অধিকার সুরক্ষিত থাকা উচিত। মানবাধিকারের কথা মাথায় রেখে ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ।’
ভারতে চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সম্প্রতি টুইট বার্তা দিয়েছিলেন পপ তারকা রিহানা, সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সেই আবহে এবার জাতিসংঘের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লির সীমানায় যেখানে বিক্ষোভকারীদের ধর্না-অবস্থান কর্মসূচি চলছে, সেখানকার বহু জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। বস্তুত ‘অনলাইন’-এ নিজের মতপ্রকাশের দাবিকে সমর্থন করে গতকাল (শুক্রবার) বার্তা দিয়েছে জাতিসংঘও।
ভারতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন আজ ৭৩ দিনে পড়েছে। আজ (শনিবার) ভারতের বিভিন্ন রাজ্যে কৃষকরা রাজ্য সড়ক ও জাতীয় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লী-গাজীপুর সীমান্তে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
আজ হরিয়ানার অটোহন চকে কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। জম্মু-কাশ্মীরে জম্মু-পাঠানকোট মহাসড়কে বসে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবি জানান। কর্ণাটকের বেঙ্গালুরুতে ইয়েলাহাঙ্কা থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করা কৃষকদের পুলিশ আটক করেছে। মহারাষ্ট্রে জয় হিন্দ পার্টির কর্মীরা ভিওয়ান্দি-নাসিক মহাসড়কে শুয়ে পড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। গাজীপুর সীমান্তে পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। কাঁটাতারের ব্যারিকেডিংসহ ঘটনাস্থলে একটি পানি কামান মোতায়েন করা হয়েছে। কৃষক সংগঠনগুলো আজ দেশজুড়ে দুপুর ১২টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।