ভারতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি: মমতার অভিনব প্রতিবাদ, নবান্নে গেলেন স্কুটারে
https://parstoday.ir/bn/news/india-i87906-ভারতে_পেট্রোপণ্যের_দাম_বৃদ্ধি_মমতার_অভিনব_প্রতিবাদ_নবান্নে_গেলেন_স্কুটারে
ভারতে একনাগাড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ই-স্কুটারে চেপে রাজ্য সচিবালয় নবান্নে যান।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৮:০২ Asia/Dhaka

ভারতে একনাগাড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ই-স্কুটারে চেপে রাজ্য সচিবালয় নবান্নে যান।  

আজ (বৃহস্পতিবার) রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে ব্যাটারিচালিত স্কুটারে করে সচিবালয়ে নিয়ে যান। এ সময়ে তাঁদের উভয়ের গলায় ঝোলানো ছিল জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ সংক্রান্ত পোস্টার।

গতকাল মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দামও সিলিন্ডারপ্রতি ২৫ টাকা বেড়েছে। এ ভাবে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের সময়ে জ্বালানির দাম বৃদ্ধির কারণে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্নের সামনে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানির দাম বৃদ্ধির জন্য মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম বেড়েছে এবং একটা গ্যাস সিলিন্ডারের দাম ৮০০ টাকা হয়ে গেছে। গতকাল রাতেও গ্যাসের দাম বেড়েছে। কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না। বাংলায় কমপক্ষে এক কোটির মত গরীব মানুষ কেরোসিন তেলে রান্না করে। পেট্রোল-ডিজেলের দাম বাড়লে রান্নাঘরে আগুন লাগে। দৈনিক পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে।’

মমতা বলেন, ‘নরেন্দ্র মোদি সরকার যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন তখন কত পেট্রোল-ডিজেল ও গ্যাসের দাম কী ছিল? আর আজকে কী হয়েছে? এরফলে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে ও তাদেরকে অসহায় অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচন আসলেই ওরা বলেন বিনা পয়সায় গ্যাস দেবো। আর গ্যাসটা যে ‘কত বড় গ্যাস’ মানে ‘ফানুস’ বেলুনের মতো। ওটা আসল এলপিজি গ্যাস নয়। সুতরাং গ্যাস তো দিচ্ছেই না, গ্যাসের যেভাবে দাম বাড়ছে তা অতি ভয়াবহ! সেজন্য আমাদের তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে এবং চলবে। আগামীকাল থেকে সাড়া বাংলা জুড়ে আরও ব্যাপক আন্দোলন হবে। আমি সারা দেশ জুড়ে সবাইকে পথে নামার আহ্বান জানাচ্ছি।’

মমতা বলেন, ‘নোট বাতিল, কোভিড, এলপিজি গ্যাসের দাম, পেট্রোল, ডিজেল, কৃষি আইন ইত্যাদি সব মিলিয়ে এই দেশ টাকা মোদি সরকার বেচে দিচ্ছে। বিএসএনএল, কোল ইন্ডিয়া, রেল, ব্যাংক, এলআইসি ইত্যাদি সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে! পুরো দেশটাকে মোদি ও অমিত বাবু বিক্রি করে দিয়েছেন। কাজেই এই সরকার জনবিরোধী সরকার, জনগণ বিরোধী সরকার। এই সরকার নারী বিরোধী, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার এবং তরুণ প্রজন্ম বিরোধী সরকার। এই সরকার দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। তাই সর্বনাশী সরকারের আমরা পতন চাই। আমরা চাই না এরকম কোনও সরকার থাকুক।’

অন্যদিকে, গতকাল (বুধবার) বিজেপিশাসিত গুজরাটে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম রাখা হয়। নাম না করে আজ মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘সব প্রতিষ্ঠান নিজেদের নামে করে নিচ্ছে। কবে হয়ত দেশের নামই বদলে দেবে’ বলেও আক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।