করোনা ভাইরাস:
ভারতে একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত ২,৬২৪,অক্সিজেন স্বল্পতা
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ একনাগাড়ে বেড়ে চলার মধ্যে একদিনে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। একইসময়ে ২ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে পরপর তিন দিন আক্রান্তের সংখ্যা ৩ লাখেরও বেশি হয়েছে।
অন্যদিকে, দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে গতকাল (শুক্রবার) রাতে অক্সিজেনের অভাবে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের শীর্ষস্তরের এক কর্মকর্তা আজ (শনিবার) ওই তথ্য জানিয়েছেন। অক্সিজেনের অভাব দিল্লিতে কী ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে, তা ওই ঘটনায় ফের প্রকাশ্যে এল। এরআগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (শুক্রবার) সকাল ৮ টা থেকে আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত দেশে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। একইসময়ে ২ হাজার ৬২৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন, ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৯৯৭ জন। বর্তমানে হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকা রোগীর সংখ্যা বেড়ে ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জনে পৌঁছেছে।
ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৮৩৬ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৭৭৩ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৭৬ টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে ৭৪ হাজার ৭৩৭ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
ভারতে গত ৫ এপ্রিল প্রথমবারের মতো একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৫৫৮। কিন্তু ২৪ এপ্রিল ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছতে সময় লেগেছিল ১১০ দিন। কিন্তু বর্তমানে ব্যাপক সংক্রমণের ফলে ৪৫০ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জনে পৌঁছলো।#
পার্সটুডে/এমএএইচ/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।