একদিনে ৪ লাখেরও বেশি আক্রান্ত, ৩,৯৮০ জনের রেকর্ড মৃত্যু  
https://parstoday.ir/bn/news/india-i91210-একদিনে_৪_লাখেরও_বেশি_আক্রান্ত_৩_৯৮০_জনের_রেকর্ড_মৃত্যু
ভারতে করোনাভাইরাসের তাণ্ডবে একদিনে ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪ হাজার করোনা রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (বুধবার) সকাল ৮ টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১২ হাজার ২৬২ জন সংক্রমিত হয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০৬, ২০২১ ১৫:৩৭ Asia/Dhaka
  • একদিনে ৪ লাখেরও বেশি আক্রান্ত, ৩,৯৮০ জনের রেকর্ড মৃত্যু  

ভারতে করোনাভাইরাসের তাণ্ডবে একদিনে ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪ হাজার করোনা রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (বুধবার) সকাল ৮ টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১২ হাজার ২৬২ জন সংক্রমিত হয়েছেন।

একইসময়ে ৩ হাজার ৯৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার) মৃতের সংখ্যা ছিল ৩  হাজার ৭৮০। এরফলে দেশে এ পর্যন্ত ২ লাখ ৩০ হাজার ১৬৮ জনের মৃত্যু হল। সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ২ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৪১০ জন করোনা সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮১.৯৯ শতাংশ বা ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৮৪৪ জন। গতকাল (বুধবার) পর্যন্ত সুস্থতার হার ছিল ৮২.০৩ শতাংশ। বর্তমানে ৩৫ লাখ ৬৬ হাজার ৩৯৮ জন অর্থাৎ ১৬.৯২ শতাংশ সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। গতকাল (বুধবার) পর্যন্ত সক্রিয় রোগীর হার ছিল ১৬.৮৭ শতাংশ।   

ভারতে এ পর্যন্ত ১৬ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৩৩৯ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। গতকাল ওই সংখ্যা ছিল ১৯ লাখ ৫৫ হাজার ৭৩৩। ভারতের মহারাষ্ট্রে মৃত্যুর হার সবচেয়ে বেশি। সেখানে মৃত্যুর হার ১.৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৯২০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। একইসময়ে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৪০ জন। রাজধানী দিল্লিতে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৪৪ শতাংশে। সেখানে ২৪ ঘণ্টায় ৩১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৬০ জন। দিল্লিতে এ পর্যন্ত ১৮ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে।   

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। এরফলে রাজ্যটিতে মোট ১১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হল। রাজ্যে একদিনে ১৮ হাজার ১০২ জন আক্রান্ত হয়েছেন। গতকাল (বুধবার) ওই সংখ্যা ছিল ১৭ হাজার ৬৩৯।     

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য পরিসেবার করুণ চিত্র ফুটে উঠছে সর্বত্র। অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনাসহ কোভিড রোগীদের বেড না পাওয়া, করোনা পরীক্ষা করতে দীর্ঘ অপেক্ষার খবর বারবার উঠে এসেছে গত কয়েক সপ্তাহে। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি এবং পরিকল্পনার অভাবের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ভারতের কেন্দ্রীয় সরকার সমালোচনার মুখ পড়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।