করোনা ভাইরাস :
ভারতে একদিনে আক্রান্ত ৩,২৯,৯৪২ অক্সিজেনের অভাবে মৃত ১১
ভারতে একদিনে ৩ লাখ ২৯ হাজার ৯৪২ টি নয়া সংক্রমণে হয়েছে। একইসময়ে ৩ হাজার ৮৭৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার) সকাল ৮ টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
অন্যদিকে, অন্ধ্র প্রদেশের তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে সোমবার দিবাগত গভীর রাতে ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। চিত্তুরের জেলা প্রশাসক এম হরিনারায়ন বলেন, অক্সিজেনের অভাব না থাকলেও অক্সিজেনের চাপ মিনিট পাঁচেক কমে যাওয়ায় ওই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে, রোগীর আত্মীয়স্বজনদের দাবি কমপক্ষে ২০/২৫ মিনিট অক্সিজেন সরবরাহের চাপ কমে গিয়েছিল। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে, সরকারি সূত্রে প্রকাশ, দেশে এপর্যন্ত মোট ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৩০৪ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৮২.৭৫ শতাংশ। বর্তমানে ১৬.১৬ শতাংশ অর্থাৎ ৩৭ লাখ ১৫ হাজার ২২১ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। মোট মারা গেছেন ১.০৯ শতাংশ রোগী অর্থাৎ ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনের মৃত্যু হয়েছে।
দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ কোটি ৫৬ লাখ ১৮৭ জনের। গতকাল সোমবার এই সংখ্যা ছিল ১৮ লাখ ৫০ হাজার ১১০। এ পর্যন্ত মোট ১৭ কোটি ২৭ লাখ ১০ হাজার ৬৬ জনের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে রাজ্যটিতে মোট ১২ হাজার ৪৬১ জনের মৃত্যু হল। রাজ্যে বর্তমানে ১ লাখ ২৬ হাজার ৬৬৩ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।