পশ্চিমবঙ্গে একদিনে করোনাভাইরাসে ১৫৭ জনের মৃত্যু রেকর্ড, বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের নয়া বিপদ
(last modified Thu, 20 May 2021 10:46:29 GMT )
মে ২০, ২০২১ ১৬:৪৬ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে একদিনে করোনাভাইরাসে ১৫৭ জনের মৃত্যু রেকর্ড, বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের নয়া বিপদ

ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১৫৭ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। রাজ্য একদিনে মৃত্যুর নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড।

পশ্চিমবঙ্গে করোনায় এনিয়ে এপর্যন্ত ১৩ হাজার ৭৩৩ জনের মৃত্যু হলো।   অন্যদিকে, রাজ্যে নয়া সমস্যা ব্ল্যাক ফাঙ্গাসে এ পর্যন্ত ৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। পশ্চিমবঙ্গে ৫ জন রোগীর শরীরে এই ছত্রাকের সংক্রমণের খবর জানার পরেই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের  কর্মকর্তারা।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশ, বৈঠকে বিভিন্ন জেলা থেকে সংক্রমণ সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। তার ভিত্তিতে রাজ্যবাসীর জন্য ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ সংক্রান্ত একটি নির্দেশিকা তৈরি করার কথা ভাবছে স্বাস্থ্য দফতর।

ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরোমাইকোসিসের সংক্রমণকে ইতোমধ্যেই ‘মহামারি’ বলে ঘোষণা করেছে রাজস্থান ও তেলেঙ্গানা সরকার। মহারাষ্ট্রে  ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে এরইমধ্যে  ৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছড়িয়ে গেছে।

স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশ, গতকাল (বুধবার) সকাল ৮ টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলায়। এই জেলায় একদিনে ৪৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া রাজধানী কোলকাতায় ৩১ জন, হাওড়া জেলায় ১৮ জন, দক্ষিণ ২৪ পরগণা জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। কোলকাতায় এপর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। উত্তর ২৪ পরগণা জেলায় মারা গেছেন ৩ হাজার ৪১৩ জন।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে নয়া সংক্রমণ হয়েছে ১৯ হাজার ৬ টি। এরমধ্যে উত্তর ২৪ পরগণা জেলা ও রাজধানী কোলকাতায় সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। উত্তর ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৭৭ এবং কোলকাতায় ৩ হাজার ৬১৮ টি নয়া সংক্রমণ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ হয়েছে ৬২ হাজার ৬৫৭ জনের। এ নিয়ে রাজ্যে মোট ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৮৩৬ জনের টিকা প্রদান সম্ভব হয়েছে।

অন্যদিকে গোটা দেশে একদিনে ২ লাখ ৭৬ হাজার ১১০ টি নয়া সংক্রমণ এবং ৩ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে এপর্যন্ত ২ লাখ ৮৭ হাজার ১২২ জনের মৃত্যু হল। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৪৪০। বর্তমানে ৩১ লাখ ২৯ হাজার ৮৭৮ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৪৪০ জন।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ