করোনা ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে : কপিল সিব্বল
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিব্বল কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি’র বিরুদ্ধে করোনাভাইরাসের টিকা প্রদান ইস্যুতে রাজনীতি করার অভিযোগ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত মন্তব্য করেন।
কপিল সিব্বল আজ বলেন, ‘এরআগে বিজেপি ভ্যাকসিন নীতি নিয়ে ‘পিএসি’তে (পাবলিক অ্যাকাউন্টস কমিটি) আলোচনার বিরোধিতা করেছে। রাজনীতিই সব কিছু।’ কপিল সিব্বল আজ জনসাধারণের ‘সম্পূর্ণ টিকাদান’ প্রসঙ্গে বলেন, ‘সম্পূর্ণভাবে টিকা দেওয়া জনসংখ্যা :
২৪ মে : ভারতের থেকে ৭৫ দেশ এগিয়ে। ১ জুন : ৮১ দেশ এগিয়ে। ১৭ জুন : ৮৯ দেশ এগিয়ে।’ তিনি বলেন, ‘মাত্র ৩.৫ শতাংশ টিকা সম্পূর্ণ হয়েছে। ‘পিএসি’তে বিজেপি টিকাকরণ নীতি নিয়ে আলোচনার বিরোধিতা করেছে!’
প্রসঙ্গত, গতকাল (বুধবার) সরকার জানিয়েছে যে দেশে ২৬ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৪৭২ জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
বুধবার কোভিড পরিস্থিতির মধ্যে সংসদীয় কমিটির প্রথম মুখোমুখি বৈঠকে বিজেপি ও বিরোধীদের মধ্যে ভ্যাকসিন ইস্যুতে ব্যাপক মতবিরোধ সৃষ্টি হয়। বিজেপি এমপি’রা ‘পিএসি’ কমিটির চেয়ারম্যান ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে স্পষ্ট জানিয়ে দেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) বৈঠকে ভ্যাকসিন ইস্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও বিবৃতি দেওয়া চলবে না। অন্যদিকে, পিএসি কমিটির চেয়ারম্যান ও লোকসভায় কংগ্রেসের দলনেতা ক্ষুব্ধ অধীররঞ্জন চৌধুরীও পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘আমি কী বলছি, সেটা তো আগে শুনবেন! বক্তব্য সম্পূর্ণ হওয়ার আগেই অহেতুক চিৎকার করছেন কেন? বক্তব্য শেষে যদি দেখাতে পারেন, পিএসি কমিটির নিয়ম ভেঙে কিছু করছি, তাহলে আমি এখনই ইস্তফা দিতে রাজি আছি।’
অধীর বাবুর তীব্র বিরোধিতা করেন বিজেপির এমপি জগদম্বিকা পাল, রামকৃপাল যাদব, জেডিইউয়ের রাজীবরঞ্জন সিং লালন। অন্যদিকে, অধীরবাবুর সমর্থনে পাশে দাঁড়ান ডিএমকের টি আর বালু, শিবসেনার রাহুল রমেশের মতো বিরোধী এমপিরা। উভয়পক্ষের বাকযুদ্ধে সংসদের মিটিং রুমের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এভাবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পিএসি চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরী তাঁর বিবৃতিতে বলেন, ‘করোনার তৃতীয় ঢেউ আসছে। সরকারের প্রস্তুতি কী তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়, আইসিএমআরসহ সংশ্লিষ্ট পক্ষকে ডেকে পাঠানো হোক। কমিটির সামনে সরকার পক্ষ জানাক, কেন ভ্যাকসিনের ভিন্ন দাম? কেন প্রথম ঢেউয়ের পরেই সরকার কোভিড মোকাবিলার পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি?’
আজ কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিব্বল সেই প্রসঙ্গ উল্লেখ করে ভ্যাকসিন ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।