আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ: ওমপ্রকাশ রাজভর
https://parstoday.ir/bn/news/india-i94336-আমরা_বিজেপি’র_সঙ্গে_যাব_না_কারণ_বিজেপি_একটি_ডুবন্ত_জাহাজ_ওমপ্রকাশ_রাজভর
ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’র সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেছেন, ‘আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ।’ তিনি আজ (বৃহস্পতিবার) লক্ষনৌতে ওই মন্তব্য করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ০৮, ২০২১ ২০:২৮ Asia/Dhaka
  • আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ: ওমপ্রকাশ রাজভর

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’র সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেছেন, ‘আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ।’ তিনি আজ (বৃহস্পতিবার) লক্ষনৌতে ওই মন্তব্য করেন।

‘সংকল্প ভাগিদারি মোর্চা’র আহ্বায়ক ও ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’র সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেন, ‘বিজেপি গতকাল মন্ত্রিপরিষদ সম্প্রসারিত করে প্রমাণ করেছে যে শান্তি বজায় রাখতে পারেনি। এখন কোনও বর্ণের নেতা বিজেপিতে যান না। রাজ্যে ২০২২ সালে ‘সংকল্প ভাগিদারি মোর্চা’ সরকার গঠিত হবে, এটি নিশ্চিত।’     

অন্যদিকে, ‘সংকল্প ভাগিদারি মোর্চা’র মধ্যে থাকা অন্যতম প্রধান দল মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন’ (মিম) প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি আজ লক্ষনৌতে ওম প্রকাশ রাজভরের সঙ্গে বৈঠক করেন। পরে  গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াইসি বলেন,  উত্তর প্রদেশের রাজনীতি কেবল ‘মুসলিম-যাদব’ ফ্যাক্টারের মধ্যে ঘুরবে না। সবার অংশগ্রহণ প্রয়োজন হবে। ওয়াইসি বলেন,  ‘উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি বাদে ‘সঙ্কল্প ভাগিদারি মোর্চা’ বিকল্প হিসেবে আবির্ভূত হবে।  মুখ্যমন্ত্রী কে হবেন নির্বাচনের পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’       

উত্তর প্রদেশের রাজনীতিতে ‘মিম’কে বিজেপির বি-টিম বলা প্রসঙ্গে ওয়াইসি বলেন,  বিগত বিধানসভা নির্বাচনে আমাদের গ্রাফ বেড়েছে। আমরা বিহারে ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ৫ টি আসন জিতেছি, এটি আমাদের অর্জন। কেবল ‘মুসলিম-যাদব’ জোটই উত্তর প্রদেশে রাজনীতি পরিচালনা করবে না। এ টু জেড জোট কাজ করবে।’ 

অন্যদিকে, ওমপ্রকাশ রাজভর বলেন, ভাগিদারি সংকল্প মোর্চায় বর্তমানে ১০টি দলের লোক রয়েছে। আমাদের চিন্তাভাবনা স্পষ্ট যে মানুষকে তাদের অধিকার দিতে হবে।  #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।