ভারতের উত্তর প্রদেশে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে নিহত ৪০, আহত ৫০
https://parstoday.ir/bn/news/event-i146440-ভারতের_উত্তর_প্রদেশে_কুম্ভমেলায়_পদপিষ্ট_হয়ে_নিহত_৪০_আহত_৫০
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (এলাহাবাদ) কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। মর্মান্তিক এ ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৯, ২০২৫ ১৫:৩৬ Asia/Dhaka
  • ভারতের উত্তর প্রদেশে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে নিহত ৪০, আহত ৫০

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (এলাহাবাদ) কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। মর্মান্তিক এ ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের।  

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংখ্যা রয়টার্স জানিয়েছে, সকালের দিকে ৪০টি মৃতদেহ মর্গে আনা হয়েছিল। রয়টার্সের একজন সংবাদকর্মী মর্গের ভেতরে ৩৯টি মৃতদেহ গণনা করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কুম্ভ মেলা এলাকায় থাকা এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। চিকিৎসাধীন রয়েছেন বেশ কিছু মানুষ।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানিয়েছে, মৌনী অমাবস্যা উপলক্ষে গতকাল (মঙ্গলবার) রাত দুইটার দিকে গঙ্গা, যমুনা, সরস্বতীর নদীর সঙ্গমস্থল ত্রিবেণীতে 'অমৃত স্নান' সারতে যাওয়ার সময় আচমকা হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অনেকেই হতাহত হন। 

স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মানুষের ভিড়ে সামনে যাওয়ার পথ অবরুদ্ধ হয় পড়েছিল। অথচ পিছন থেকে ক্রমাগত মানুষের চাপ ও শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। এগোতে না পেরেই ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে। আর সেই ভিড়ের নীচে চাপা পড়ে যান অনেক তীর্থযাত্রী।

দুর্ঘটনার পরেই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ, দমকলের বাহিনীর পাশাপাশি রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজে নামে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‌্যাফ। মেলার মাঠে উদ্ধারকাজে অংশ নিয়েছে এনএসজি ও আধা সামরিক বাহিনী। 

দুর্ঘটনার পর ১৩ টি আখড়া 'শাহি স্নান' বাতিল করেছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য ৩০টি অস্থায়ী সেতুই খুলে দেয়া হয়েছে। প্রয়াগরাজে কুম্ভমেলায় যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি গুজবে কান না দেয়ার আবেদন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, 'যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। স্থানীয় প্রশাসন দ্রুত কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। যারা আহত হয়েছেন তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব সুস্থতা কামনা করি।'

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল, প্রায় ১০ কোটি পূণ্যার্থী মৌনী অমাবস্যার শাহি স্নান সারতে হাজির হতে পারেন মহাকুম্ভে। সরকারি তথ্য অনুযায়ী- শুধুমাত্র মঙ্গলবারেই ৪.৮ কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন।#  

পার্সটুডে/এমএআর/২৯