উত্তর প্রদেশের সম্ভলে যেতে বাধা পেয়ে রাহুল বললেন: আমরা লড়াই অব্যাহত রাখব
-
সম্ভলের পথে বাধা পেয়ে ফেটে পড়লেন রাহুল গান্ধী
ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের সম্ভলে যেতে বাধা দিয়েছে রাজ্য পুলিশ। আজ (বুধবার) সকালে যাত্রা করলেও দিল্লি–উত্তর প্রদেশের গাজীপুর সীমান্তে আটকে দেওয়া হয় তাঁদের গাড়িবহর।
রাজ্য পুলিশ জানিয়েছে, সম্ভলের জামে মসজিদে জরিপ করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত ২৪ নভেম্বর পাঁচজন নিহত হন। তারপর থেকে সেখানে বাইরের কোনো রাজনীতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এই সতর্কতা।
এসময় উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রাহুল। গাড়ির উপর উঠে সংবিধান হাতে প্রতিবাদ জানান। রাহুল গান্ধী বলেছেন, 'আমরা সম্ভলে যাওয়ার চেষ্টা করছিলাম। তবে পুলিশ আমাদের অনুমতি দিচ্ছে না। সংসদের বিরোধী দলনেতা হিসেবে এটা আমার দায়িত্ব। কিন্তু তাঁরা আমাকে বারণ করছে। আমি সেখানে একা যেতেও রাজি। পুলিশ আমার সঙ্গে যাক সেখানে। তবে পুলিশ সেই কথাও শুনছে না। পুলিশ বলছে, আমরা কয়েকদিন পরে এলে সেখানে যেতে দেবেন। তবে বিরোধী দলনেতা হিসেবে আমার অধিকার এতে খর্ব হচ্ছে। আমার সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। আমরা শুধু সম্ভলে গিয়ে দেখতে চাই সেখানে কী হচ্ছে। কিন্তু এটাই নয়া ভারত। এই ভারতে সংবিধানকে শেষ করে দেওয়া হবে। কিন্তু আমরা লড়াই অব্যাহত রাখব।'
রাহুল–প্রিয়াঙ্কার গাড়ি বহর আটকে দেওয়ার ফলে আজ বুধবার দিনভর দিল্লি–মিরাট এক্সপ্রেসওয়ে অচল হয়ে পড়ে। দেখা দেয় ব্যাপক যানজট। সীমান্তে কয়েক ঘণ্টা অপেক্ষার পর কংগ্রেস নেতারা দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদের তলায় হিন্দু মন্দির আছে দাবি জানিয়ে নিম্ন আদালতে এক আবেদন জমা পড়েছিল। আবেদনের আরজি, মসজিদে জরিপ করা হলেই দাবির সত্যতা নিরুপণ করা সম্ভব হবে। আবেদন গ্রহণ করে নিম্ন আদালত জরিপের নির্দেশ দিলে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তাতে মারা যান পাঁচজন। সেই থেকে সেখানে উত্তেজনা রয়েছে।
হিংসা ছড়ানোর অভিযোগে সম্ভল থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির (এসপি) লোকসভা সদস্য জিয়া উর রহমান ও সেই দলের স্থানীয় বিধায়ক সোহেল ইকবালসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন এসপি নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কিন্তু পুলিশ ও প্রশাসন তাঁকে যেতে দেননি। আজ বুধবার রাহুল–প্রিয়াঙ্কাকেও দিল না।#
পার্সটুডে/এমএআর/৪