করোনাভাইরাস মোকাবিলা
'কেন্দ্রীয় সরকার অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে কম ভ্যাকসিন দেওয়ায় সমস্যা হচ্ছে'
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে কম ভ্যাকসিন দেওয়ায় সমস্যা হচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের চেয়ে অনেক কম জনসংখ্যা অধ্যুষিত রাজ্য আমাদের চেয়ে বেশি ভ্যাকসিন পেয়েছে। উত্তর প্রদেশ, রাজস্থান, কর্ণাটক রাজ্য অনেক বেশি করভ্যাকসিন পেয়েছে। কিন্তু বাংলা অনেক কম পেয়েছে। আমাদের থেকে গুজরাট অনেক ছোটো রাজ্য, সেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ২৮ লাখ। আমাদের মাত্র ১.৯৩ কোটি। গুজরাটের জনসংখ্যা ৪ কোটি কিন্তু আমার এখানে জনসংখ্যা ১১ কোটি। কর্ণাটকের জনসংখ্যা ৭ কোটি কিন্তু আমার জনসংখ্যা ১১ কোটি। কিন্তু ওরাও আমাদের চেয়ে বেশি ভ্যাকসিন পেয়েছে। উত্তর প্রদেশও আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে।’
মমতা বলেন, ‘আমি বাংলার সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যারা ভ্যাকসিন পেয়েছেন খুব ভালো। যারা পাননি তাঁদেরও আস্তে আস্তে দেওয়া হবে। আপনারা একটু ধৈর্য ধরুন। কারণ ভ্যাকসিনটা আমাদের কাছে নেই। ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার যতক্ষণ আমাদের কাছে না পাঠাচ্ছে ততক্ষণ আমরা বাজার থেকে কিনতে পারছি না, কারণ এটাকে সম্পূর্ণভাবে কেন্দ্রীয়করণ করে নেওয়া হয়েছে। আমাদের হাতে ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা নেই। সেজন্য ওনারা দিলে তখন আমরা দিয়ে দিই। ওনারা না দিলে সেটা আমরা দিতে পারি না। আমরা নিজেরাও একসময়ে অনেক ভ্যাকসিন কিনেছিলাম। কিন্তু এখন সেই কেনবার ব্যাপারটাও বন্ধ করে দেওয়া হয়েছে।’
মমতা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ভ্যাকসিন প্রাপ্তিতে কোনও রাজ্যকে যাতে বৈষম্য না করা হয় তার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।