জম্মু-কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর ২ কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/india-i97668-জম্মু_কাশ্মীরে_সামরিক_হেলিকপ্টার_বিধ্বস্ত_হয়ে_সেনাবাহিনীর_২_কর্মকর্তা_নিহত
ভারতের জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার পাটনিটপের কাছে সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর দু’জন পাইলট নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) জম্মুর উধমপুর জেলায় ওই ঘটনা ঘটে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ২০:৩৩ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
    জম্মু-কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার পাটনিটপের কাছে সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর দু’জন পাইলট নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) জম্মুর উধমপুর জেলায় ওই ঘটনা ঘটে।

এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, হেলিকপ্টারটি জোরপূর্বক অবতরণের ফলে এতে উপস্থিত থাকা দুই পাইলট আহত হন। আহত ওই পাইলটদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচানো যায়নি। আজ ওই সামরিক হেলিকপ্টারটি অবতরণের পরে উভয় পাইলটকে স্থানীয় লোকজনের  সহায়তায় হেলিকপ্টার থেকে বের করে আনা হয়। পরে ওই পাইলটদের উধমপুরের সেনা কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও চিত্রে প্রকাশ, স্থানীয়রা হেলিকপ্টার থেকে পাইলটদের উদ্ধারের চেষ্টা করছে। জোরপূর্বক অবতরণের ফলে হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, উভয় পাইলটই ছিলেন ‘মেজর’  পদমর্যাদার কর্মকর্তা। আমরা তাদের হাসপাতালে স্থানান্তরিত করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত দু’জনেই তাদের জীবন হারিয়েছেন।

সেনাবাহিনীর নর্দান কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় মেজর রোহিত কুমার এবং মেজর অনুজ রাজপুত পাটনিটপে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বলে জানিয়েছে।

জম্মু-কাশ্মীরে গত সাত সপ্তাহের মধ্যে এটি সেনাবাহিনীর দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। গত আগস্ট মাসে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রঞ্জিত সাগর বাঁধের কাছে বিধ্বস্ত হলে দু’জন পাইলট নিহত হন। একজন পাইলটের লাশ এখনও পাওয়া যায়নি বলে আজ এনডিটিভি ওয়েবসাইট  জানিয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৩ আগস্ট একটি সেনাবাহিনীর হেলিকপ্টার রঞ্জিত সাগর বাঁধ লেক এলাকায় বিধ্বস্ত হয়েছিল। জম্মু-কাশ্মীরের কঠুয়ায় ওই দুর্ঘটনার পরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।